সুরের ধারার পাগল-ঝোরা নামিল সখি মোর পরানে। (surer dharar pagol)

     রাগ: মান্দ্ মিশ্র। তাল: কাহারবা
সুরের ধারার পাগল-ঝোরা নামিল সখি মোর পরানে।
        ভরি’ মোর নিশীথ নিঝুম
        বাজে নূপুর কার রুমুঝুম,
        মোর চোখে নাহি ঘুম –
পাষাণ টুটে লো যায় ছুটে মন-তটিনী মোর সাগর পানে॥
পান্সে চাঁদের জোছনাতে ঐ বেলের কুঁড়ি মুঞ্জরে,
মন যেতে চায় ফুল-বিছানো বকুল-বীথির পথ ধ’রে।
        আজ চাইবে যে, দিব তাকে
        সেই ফুল ছুঁয়ে এই আপনাকে,
অরুণ-রাগে হৃদয় জাগে, ভাসিয়া যাব নৃত্যে গানে॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৩৩৯ বঙ্গাব্দের আষাঢ় (জুলাই ১৯৩২) মাসে প্রকাশিত 'সুর-সাকী' গ্রন্থে অন্তর্ভুক্ত হয়ে গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৩ বৎসর ১ মাস।
     
  • গ্রন্থ:
    • সুর-সাকী
      • প্রথম সংস্করণ [আষাঢ় ১৩৩৯ বঙ্গাব্দ। জুলাই ১৯৩২]
      • নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ, চতুর্থ খণ্ড। বাংলা একাডেমী, ঢাকা।  [জ্যৈষ্ঠ ১৪১৮, মে ২০১১। সুর-সাকী। ৭৬ সংখ্যক গান। মান্দ্ মিশ্র-কার্ফা। পৃষ্ঠা ২৭০]
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ,[নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২। সংখ্যা ১৭৮২। রাগ: মান্দ্ মিশ্র। তাল: কাহারবা। পৃষ্ঠা: ৫২৯]
       
  • রেকর্ড: টুইন [অক্টোবর ১৯৩২ (আশ্বিন-কার্তিক ১৩৩৯) ]। এফটি ২২২৫। শিল্পী: মিস্ রাধারাণী।
  • স্বরলিপি ও স্বরলিপিকার:
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: মরমী (আত্ম-উচ্ছ্বাস)
    • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্যের সুর

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।