হারানো হিয়ার নিকুঞ্জ পথে (harano hiyar nikunjo pothe)
হারানো হিয়ার নিকুঞ্জ পথে কুড়াই ঝরা ফুল একেলা আমি
তুমি কেন হায় আসিলে হেথায় সুখের সরব বইতে নামি॥
চারিপাশে মোর উড়িছে কেবল
শুকানো পাতা মলিন ফুল-দল।
বৃথায় কেন হায় তব আঁখিজল ছিটাও অবিরল দিবস-যামী॥
এলে অবেলা পথিক বেভুল
বিধিছে কাঁটা নাহি পাবে ফুল।
কি দিয়ে বরণ করিও চরণ নিভিছে জীবন জীবনস্বামী॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৩৩৯ বঙ্গাব্দের ২৩ আষাঢ় (৭ জুলাই, ১৯৩২ ) মাসে প্রকাশিত 'সুর-সাকী' গ্রন্থে অন্তর্ভুক্ত হয়ে গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৩ বৎসর ১ মাস।
- গ্রন্থ:
- সুর-সাকী
- প্রথম সংস্করণ। ১৯৩২ খ্রিষ্টাব্দের ৭ জুলাই (বৃহস্পতিবার ২৩ আষাঢ় ১৩৩৯)
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ, চতুর্থ খণ্ড। বাংলা একাডেমী, ঢাকা। [জ্যৈষ্ঠ ১৪১৮, মে ২০১১। সুর-সাকী। ৩০। বাগেশ্রী -লাউনী। পৃষ্ঠা: ২৪০]
- সুর-সাকী
- রেকর্ড:
- এইচএমভি [অক্টোবর ১৯৩২ (আশ্বিন-১৪ কার্তিক ১৩৩৯)। পি ১১৭৫৪। শিল্পী: ইন্দুবালা।
- এইচএমভি। [সেপ্টেম্বর ১৯৪৮ (ভাদ্র-আশ্বিন ১৩৫৫)]। এন ২৭৯০০। শিল্পী: সন্তোষ সেনগুপ্ত [শ্রবণ নমুনা]
- সুরকার: কাজী নজরুল ইসলাম
- স্বরলিপি স্বরলিপিকার:
- আহসান মুর্শেদ[নজরুল-সঙ্গীত স্বরলিপি, তেত্রিশতম খণ্ড, (নজরুল ইন্সটিটিউট, আষাঢ় ১৪১৭। জুন ২০১০)। ৮ সংখ্যক গান। রেকর্ডে সন্তোষ সেনগুপ্ত-এর গাওয়া সুরানুসারে স্বরলিপি করা হয়েছে। পৃষ্ঠা: ২৮-২৯।] [নমুনা]
- আহসান মুর্শেদ [নজরুল সঙ্গীত স্বরলিপি, পঁয়তাল্লিশতম খণ্ড, কবি নজরুল ইসলাম ইনস্টিটিউট। জুন ২০১৮] গান সংখ্যা ২৫। পৃষ্ঠা: ৯১- ৯৩ [নমুনা]
- পর্যায়: