হারানো হিয়ার নিকুঞ্জ পথে (harano hiyar nikunjo pothe)

হারানো হিয়ার নিকুঞ্জ পথে কুড়াই ঝরা ফুল একেলা আমি
তুমি কেন হায় আসিলে হেথায় সুখের সরব বইতে নামি॥
            চারিপাশে মোর উড়িছে কেবল
            শুকানো পাতা মলিন ফুল-দল।
বৃথায় কেন হায় তব আঁখিজল ছিটাও অবিরল দিবস-যামী॥
            এলে অবেলা পথিক বেভুল
            বিধিছে কাঁটা নাহি পাবে ফুল।
কি দিয়ে বরণ করিও চরণ নিভিছে জীবন জীবনস্বামী॥

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।