হিন্দু-মুসলমান দুটি ভাই ভারতের দুই আঁখি-তারা (hindu musolman duti bhai bharoter)

হিন্দু-মুসলমান দুটি ভাই ভারতের দুই আঁখি-তারা।
এক বাগানে দুটি তরু- দেবদারু আর কদমচারা।।
            যেন গঙ্গা সিন্ধু নদী
            যায় গো ব'[য়ে নিরবধি,
এক হিমালয় হতে আসে, এক সাগরে হয় গো হারা॥
            বুলবুল আর কোকিল পাখি
            এক কাননে যায় গো ডাকি',
ভাগীরথী যমুনা বয় মায়ের চোখের যুগল-ধারা॥
পেটে-ধরা ছেলের চেয়েও চোখে ধরার মায়া বেশি,
অতীতে ছিল অতিথি, আজ সে সখা প্রতিবেশী।
            ফুল পাতিয়ে গোলাপ বেলি
            এক সে-মায়ের বুকে খেলি,
পাগল তারা- ভিন্ন ভাবে আল্লা ভগবানে যারা॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৩৩৯ বঙ্গাব্দের আষাঢ় (জুলাই ১৯৩২) মাসে প্রকাশিত 'সুর-সাকী' গ্রন্থে অন্তর্ভুক্ত হয়ে গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৩ বৎসর ১ মাস।
     
  • গ্রন্থ:
    • সুর-সাকী
      • প্রথম সংস্করণ [আষাঢ় ১৩৩৯ বঙ্গাব্দ। জুলাই ১৯৩২)]
      • নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ, চতুর্থ খণ্ড। বাংলা একাডেমী, ঢাকা। [জ্যৈষ্ঠ ১৪১৮, মে ২০১১। সুর-সাকী। ৮০ সংখ্যক গান। ছায়ানট-দাদরা। পৃষ্ঠা ২৭২-২৭৩]
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ,[নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২। সংখ্যা ২৩৫১। রাগ: ছায়ানট, তাল: দাদরা। পৃষ্ঠা: ৭১৫]
  • রেকর্ড: এইচএমভি [সেপ্টেম্বর ১৯৩২ (ভাদ্র-আশ্বিন ১৩৪০)। এন ৭০২৩। শিল্পী: ধীরেন দাস] [শ্রবণ নমুনা]
     
  • স্বরলিপি ও স্বরলিপিকার: আহসান মুর্শেদ  [নজরুল সঙ্গীত স্বরলিপি, বিয়াল্লিশতম খণ্ড, আষাঢ় ১৪২৫] গান সংখ্যা ২৪। পৃষ্ঠা: ৯২-৯৫ [নমুনা]
     
  • পর্যায়:

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।