হে গোবিন্দ রাখ চরণে

হে গোবিন্দ রাখ চরণে।
মোরা তব চরণে শরণাগত আশ্রয় দাও আশ্রিত জনে হে॥
গঙ্গা ঝরে যে শ্রীচরণ বেয়ে
কেন দুখ পাই সে চরণ চেয়ে
এ ত্রিতাপ জ্বালা হর হে শ্রীহরি, চাহ করুণা সিক্ত নয়নে॥
হরি ভিক্ষা চাহিলে মানুষ নাহি ফিরায়
তোমারি দুয়ারে হাত পাতিল যে, ফিরাবে কি তুমি তায়।
হরি সব তরী ডুবে যায়
তোমার চরণ তরী ত’ ডোবে না হায়,
তব চরণ ধরিয়া ডুবে মরি যদি রবে কলঙ্ক নিখিল ভুবনে॥ 
  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে জানা যায় না। ১৯৪১ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর (ভাদ্র-আশ্বিন ১৩৪৮)  মাসে, টুইন রেকর্ড কোম্পানি প্রথম গানটির রেকর্ড প্রকাশ করেছিল। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৪২ বৎসর ৩ মাস।
     
  • গ্রন্থ:
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ,[নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২। সংখ্যা ২১৪৩।
    • নজরুল-সঙ্গীত স্বরলিপি (ঊনপঞ্চাশতম খণ্ড)। স্বরলিপিকার: ইদ্রিস আলী। [কবি নজরুল ইন‌স্টিটিউট। কার্তিক ১৩২৬/নভেম্বর ২০১৯]। পৃষ্ঠা: ৬৬-৬৮। [নমুনা]
       
  • রেকর্ড
    • টুইন [সেপ্টেম্বর ১৯৪১ (ভাদ্র-আশ্বিন ১৩৪৮)।  শিল্পী: পরাণ রায় ও মেনকা ব্যানার্জি। সুর: চিত্ত রায়]
    • এইচএমভি [আগষ্ট ১৯৫০ (শ্রাবণ-ভাদ্র ১৩৫৭)। এন ৩১২৪২। শিল্পী: সত্য চৌধুরী। সুর সত্য চৌধুরী]
       
  • স্বরলিপিকার ও স্বরলিপি:
    • ইদ্রিস আলী: ১৯৫০ খ্রিষ্টাব্দের আগষ্ট মাসে এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে প্রকাশিত গানের [শিল্পী: সত্য চৌধুর] সুরানুসারে স্বরলিপিটি নজরুল-সঙ্গীত স্বরলিপি ঊনপঞ্চাশতম খণ্ডে অন্তর্ভুক্ত হয়েছে। [নমুনা]
       
  • পর্যায়
    • বিষয়াঙ্গ: ভক্তি [হিন্দু, বৈষ্ণব, প্রার্থনা]
    • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্যের সুর
    • গ্রহস্বর:

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।