হে মদিনার নাইয়া (hey modinar naiya)

            হে মদিনার নাইয়া!
            ভব-নদীর তুফান ভারি কর মোরে পার
            তোমার দয়ায় ত’রে গেল লাখো গুন্‌হাগার॥
            পারের কড়ি নাই হে আমার হয়নি নামাজ রোজা
            কূলে এসে বসে আছি নিয়ে পাপের বোঝা
(আমায়)  ‘পার কর ইয়া রসুল’ বলে কাঁদি জারে জার॥
            তোমার নাম গেয়েছি শুধু কেঁদে সুব্‌হ শাম
            তরিবার মোর নাই ত’ পুঁজি বিনা তোমার নাম।
            হাজারো বার দরিয়াতে ডুবে যদি মরি
            ছাড়ব না মোর পারের আশা তোমার চরণ-তরী
            সবার শেষে পার যেন হয় এই খিদ্‌মতগার॥

  • রচনাকাল ও স্থান:   গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৭ খ্রিষ্টাব্দের এপ্রিল (চৈত্র ১৩৪৩-বৈশাখ ১৩৪৪)  মাসে, এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৭ বৎসর ১০ মাস।
     
  • রেকর্ড: এইচএমভি [এপ্রিল ১৯৩৭ (চৈত্র ১৩৪৩-বৈশাখ ১৩৪৪)। এন ৯৮৮৬। শিল্পী: মহম্মদ কাশেম]
     
  • স্বরলিপিকার ও স্বরলিপি: আহসান মুর্শেদ।  নজরুল সঙ্গীত স্বরলিপি (ঊনবিংশ খণ্ড)। ২৪ সংখ্যক গান] [নমুনা]
  • পর্যায়:

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।