হে প্রিয় আমারে দিব না ভুলিতে
মোর স্মৃতি তাই রেখে' যাই শত গীতে॥
বিষাদিত সন্ধ্যায় শুনিবে দূরে
বিরহী বাঁশি ঝুরে আমারি সুরে
আমারি করুণ গাথা গাহিবে কে কোথা
সজল মেঘ-ঘেরা নিশীথে॥
গোধূলি-ধূসর ম্লান আকাশে
হেরিবে আমার মূরতি ভাসে
তব পদদলিত ফুলের বাসে
পড়িবে মনে আমারে চকিতে॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৬ খ্রিষ্টাব্দের ডিসেম্বর (অগ্রহায়ণ-পৌষ ১৩৪৩) মাসে, এইচএমভি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৭ বৎসর ৬ মাস।
- রেকর্ড: এইচএমভি। [ডিসেম্বর ১৯৩৬ (অগ্রহায়ণ-পৌষ ১৩৪৩)। এন ৯৮৩৬। শিল্পী: কুমারী বিজন ঘোষ (কালি)। পটাদীপ-ত্রিতাল] [শ্রবণ নমুনা]
- স্বরলিপি ও স্বরলিপিকার: সুধীন দাশ ও ব্রহ্মমোহন ঠাকুর। [নজরুল-সঙ্গীত স্বরলিপি, একাদশ খণ্ড (নজরুল ইনস্টিটিউট জুন ১৯৯৭)] ২৪ সংখ্যক গান [নমুনা]
- পর্যায়: