হে প্রিয় আমারে দিব না ভুলিতে (he priyo amare dibo na bhulite)

   হে প্রিয় আমারে দিব না ভুলিতে
মোর    স্মৃতি তাই রেখে' যাই শত গীতে॥
          বিষাদিত সন্ধ্যায় শুনিবে দূরে
          বিরহী বাঁশি ঝুরে আমারি সুরে
          আমারি করুণ গাথা গাহিবে কে কোথা
          সজল মেঘ-ঘেরা নিশীথে॥
          গোধূলি-ধূসর ম্লান আকাশে
          হেরিবে আমার মূরতি ভাসে
          তব পদদলিত ফুলের বাসে
          পড়িবে মনে আমারে চকিতে॥
  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।  ১৯৩৬ খ্রিষ্টাব্দের ডিসেম্বর (অগ্রহায়ণ-পৌষ ১৩৪৩) মাসে, এইচএমভি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৭ বৎসর ৬ মাস।
     
  • রেকর্ড: এইচএমভি। [ডিসেম্বর ১৯৩৬ (অগ্রহায়ণ-পৌষ ১৩৪৩)। এন ৯৮৩৬। শিল্পী: কুমারী বিজন ঘোষ (কালি)। পটাদীপ-ত্রিতাল] [শ্রবণ নমুনা]
     
  • স্বরলিপি ও স্বরলিপিকার: সুধীন দাশ ও ব্রহ্মমোহন ঠাকুর। [নজরুল-সঙ্গীত স্বরলিপি, একাদশ খণ্ড (নজরুল ইনস্টিটিউট জুন ১৯৯৭)] ২৪ সংখ্যক গান  [নমুনা]
  • পর্যায়:

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।