আদর-গরগর বাদর দরদর (ador gorgor bador dordor)

আদর-গরগর
      বাদর দরদর
            এ তনু ডর ডর
                  কাঁপিছে থর থর।
নয়ন ঢলঢল
      কাজল-কালো জল
            ঝরে লো ঝরঝর
ব্যাকুল বনরাজি       শ্বসিছে ক্ষণে ক্ষণে,
সজনি! মন আজি      গুমরে মনে মনে
         বিদরে হিয়া মম
         বিদেশী প্রিয়তম
         এ তনু পাখি সম
         বরিষা-জর জর॥

  • রচনাকাল ও স্থান: ১৩৩২ বঙ্গাব্দের প্রকাশিত 'ছায়ানট' কাব্যগ্রন্থে 'বাদল দিনে' নামে অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়েছিল। গানটির নিচে রচনার স্থান ও তারিখ উল্লেখ আছে- 'কলিকাতা/শ্রাবণ ১৩২৮' (জুলাই-আগষ্ট ১৯২১)। এই সময় নজরুলের বয়স ছিল ২২ বৎসর ২ মাস।
     
  • গ্রন্থ:
    • নজরুল গীতিকা
      • প্রথম সংস্করণ [২ সেপ্টেম্বর ১৯৩০ খ্রিষ্টাব্দ ( মঙ্গলবার, ১৬ ভাদ্র ১৩৩৭ বঙ্গাব্দ)। টপ্পা । ৬। শাওন-পোস্তা। পৃষ্ঠা: ৮৯।
      • নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ। তৃতীয় খণ্ড [বাংলা একাডেমী, ঢাকা ফাল্গুন ১৪১৩/মার্চ ২০০৭] ৭৬। নজরুল গীতিকা। টপ্পা।  শাওন-পোস্তা। পৃষ্ঠা: ২২২]
    • ছায়ানট  
      • প্রথম সংস্করণ [বর্মণ পাবলিশিং হাউস, ২২ সেপ্টেম্বর ১৯২৫ আশ্বিন ১৩৩২] শিরোনাম: বাদল-দিনে। পৃষ্ঠা: ৭৫-৭৭।
      • নজরুল রচনাবলী জন্মশতবর্ষ সংস্করণ, দ্বিতীয় খণ্ড [বাংলা একাডেমী, মে ২০১১। ছায়ানট। শিরোনাম: বাদল-দিনে। পৃষ্ঠা ৪৫-৪৬]
  • পত্রিকা: মোসলেম ভারত। আশ্বিন ১৩২৮ (সেপ্টেম্বর-অক্টোবর ১৯২১)।
  • পর্যায়:

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।