হার মানি ননদিনী (haar maani nonodini)

হার মানি ননদিনী
মুখর মুখের বাণী শুনি তোর লজ্জাও লাজ সখি ভোলে
                            পুলকে প্রাণ মন দোলে দোলে॥
পলকের চাহনিতে কে জানে কেমনে
প্রাণে এলো এত মধু এত লাজ নয়নে
বাহিরে নীরব কথার কুহু অন্তরে মুহুমুহু বোলে বোলে
                                মুহু মুহু কুহু কুহু বোলে॥
তোরি মত ছিনু সই বনের কুরঙ্গী
মানি নাই কোনদিন লাজের ভ্রুভঙ্গি।
মধুরা মুখরা ওলো! মিষ্টি মুখের তোর
সব মধু খেয়েছে কি ঠাকুর জামাই চোর?
তব অভিনব বাণী হিল্লোলে
গুণ্ঠন আপনি খোলে পুলকে প্রাণ মন দোলে॥ 
  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৫ । খ্রিষ্টাব্দের জানুয়ারি (পৌষ-মাঘ ১৩৪১) মাসে এইচএমভি রেক্র্ড কোম্পানি থেকে 'বিয়ে-বাড়ি' ('প্রীতি-উপহার')। নামক রেকর্ড-নাটিকা প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৫ বৎসর ৭ মাস।
     
  • গ্রন্থ: বিয়ে-বাড়ি (প্রীতি-উপহার সেট রেক্র্ডের কথা গাথা। ৪)।  নজরুল রচনাবলী জন্মশতবার্ষিকী সপ্তম খণ্ড [১১ জ্যৈষ্ঠ ১৪১৫, ২৫ মে ২০০৮। পৃষ্ঠা: ৩৩৬]
  • রেক্র্ড:
    • ১৯৩৫ খ্রিষ্টাব্দের ২১  সেপ্টেম্বর (মঙ্গলবার, ৫ আশ্বিন ১৩৪৪) নজরলের সাথে রেকর্ড কোম্পানির চুক্তি হয়। এই চুক্তিতে এই গানটির উল্লেখ ছিল। [শ্রবণ নমুনা]
    • বিয়ে-বাড়ি (প্রীতি-উপহার)। রেকর্ড নাটিকা। এইচএমভি [জানুয়ারি ১৯৩৫ (পৌষ-মাঘ ১৩৪১)। এন ২৩২৭। চরিত্র: নববধূ। শিল্পী: মিস বীণাপাণি]
  • স্বরলিপি ও স্বরলিপিকার:
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: নাট্যগীতি  [প্রেম]
    • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্যের সুর
    • তাল: কাহারবা
    • গ্রহস্বর:  রা

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।