আ' মেরে সঙ্গ আ (a mere sang a )

আ' মেরে সঙ্গ আ, মঙ্গল গা হিল্মিল্কে এয় বনমালি।
আরমা ফের পুরে হো জাঁয়ে সারে দিল্কে এয় বনমালি॥
মুঝ্কো জাগানেওয়ালা, হো, জগ্মে তেরা উজালা
তু মুঝকো ধূল সমঝ্কে, লে লে চরণ মে আপ্নে
তুনে দিয়ে জ্বালায়ে বিরাণ মন্জিল কে এয় বনমালি॥
তু হামকো খাক্ ছানায়া, (আউর) ব্যাকুল আপনা বনায়া
কহিঁ আউ না কহিঁ জাউ, আপনে আগে তুমকো পাউঁ
খো জায়েঁ যুঁহি মিট্টি মে হাম মিলকে এয় বনমালি॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। নজরুলের সুস্থাবস্থায় এই গানটি কোথাও প্রকাশিত হয় নি।  আব্দুল আজীজ আল-আমান সম্পাদিত 'অপ্রকাশিত নজরুল' গ্রন্থে  গানটি নজরুলের হস্তাক্ষর সম্বলিত পাঠ প্রথম প্রকাশিত হয়েছিল।
     
  • গ্রন্থ:
    • অপ্রকাশিত নজরুল। আব্দুল আজীজ আল-আমান সম্পাদিত। [হরফ প্রকাশনী]। কলকাতা। ১৭ নভেম্বর ১৯৮৯। হিন্দি গান। পৃষ্ঠা ৩৩৫
    • নজরুল-রচনাবলী। নবম খণ্ড জন্মশতবর্ষ সংস্করণ [বাংলা একাডেমী ঢাকা। নভেম্বর ২০১২]  গান: ২। পৃষ্ঠা: ১৩২।
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ২৪৩৮। পৃষ্ঠা: ৭৫৪]

 

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।