আঁখি ঘুম-ঘুম-ঘুম নিশীথ নিঝুম ঘুমে ঝিমায় ( akhi ghum-ghum-ghum nishith nijhum ghume jhimay)

রাগ: ভৈরবী, তাল: ফের্‌তা (কাহার্‌বা ও দাদ্‌রা)

আঁখি ঘুম-ঘুম-ঘুম নিশীথ নিঝুম ঘুমে ঝিমায়।
বাহুর ফাঁদে স্বপন-চাঁদে বাঁধিতে কারে চায়॥
আমি কারো লাগি একা নিশি জাগি বিরহ-ব্যথায়
কোথায় কাহার বুকে বঁধু ঘুমায়
কাঁদি চাতকিনী মরে তৃষায়

কুসুম-গন্ধ আজি যেন বিষ-মাখা হায়॥
কেন এ ব্যথা এ আকুলতা
পরের লাগি এ পরান পুড়ে?
মরুভূমিতে বারি কি ঝুরে
আমি যেন মরে তারি রূপ ধ'রে আসি সে যাহারে চায়॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৪ বঙ্গাব্দের জানুয়ারি (পৌষ-মাঘ ১৩৪০) মাসে,  মেগাফোন রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় এই সময় নজরুলের বয়স ৩৪ বৎসর ছিল ৭-৮ মাস।
     
  • রেকর্ড: মেগাফোন  [ জানুয়ারি ১৯৩৪ (পৌষ-মাঘ ১৩৪০)] জেএনজি ৯২। শিল্পী: শ্রীমতী প্রভা। [শ্রবণ নমুনা]
  • গ্রন্থ:
    • গীতি-শতদল। 
      • প্রথম সংস্করণ [বৈশাখ ১৩৪১ খ্রিষ্টাব্দ] ৪১ সংখ্যক গান। ভৈরবী-তালফেরতা  
      • নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংকলন। পঞ্চম খণ্ড। বাংলা একাডেমী। ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১। গীতি-শতদল। গান সংখ্যা ৪১। ভৈরবী-তালফেরতা। পৃষ্ঠা ৩০৫-৩০৬]   
  • স্বরলিপি ও স্বরলিপিকার: সেলিনা হোসেন [একবিংশ খণ্ড, নজরুল ইন্সটিটিউট, ঢাকা। ভাদ্র ১৪০৭/সেপ্টেম্বর ২০০০] প্রথম গান। পৃষ্ঠা: ২৯-৩১।  [নমুনা]
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: প্রেম
    • সুরাঙ্গ: স্বকীয়
    • তাল: তাল ফেরতা (কাহারবা/ দাদরা)
    • গ্রহস্বর: সরা

 

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।