আঁখি তোল আঁখি তোল না ( akhi tol akhi tol na)

   আঁখি তোল আঁখি তোল না,
    দানো করুণা, ওগো অরুণা,
   মেলি, নয়ন জীর্ণ কানন কর তরুণা

   আঁখি যে তোমার বনের পাখি
   ঘুম যে ভাঙায় আঁধারে ডাকি’,
   আলোর-সাগর জাগাও বরুণা’

তব  আনত আঁখির পাতার কোলে
       তরুণ আলোর মুকুল দোলে।
       রঙের কুমার দুয়ারে জাগে,
       তোমার আঁখির প্রসাদ মাগে,
       পাণ্ডুর ভোর হোক তরুণারুণা

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৩৪১ বঙ্গাব্দের আশ্বিন (সেপ্টেম্বর-অক্টোবর ১৯৩৪ খ্রিষ্টাব্দ) মাসে গানটি গানের মালা প্রথম সংস্করণে অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৫ বৎসর ৪ মাস।
     
  • গ্রন্থ: গানের মালা।প্রথম সংস্করণ আশ্বিন ১৩৪১ বঙ্গাব্দ (সেপ্টেম্বর-অক্টোবর ১৯৩৪ খ্রিষ্টাব্দ)। ২১। ভৈরবী-কার্ফা] 
  • রেকর্ড: এইচএমভি [জানুয়ারি ১৯৩৫ (পৌষ-মাঘ ১৩৪১)। এন ৭৩২১। শিল্পী: পারুল সেন। সুর: গোপাল সেন] [শ্রবণ নমুনা]
     
  • স্বরলিপি ও স্বরলিপিকার:
  • সুরকার: গোপাল সেন
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: প্রকৃতি
    • সুরাঙ্গ: রাগাশ্রয়ী

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।