আঁধার ঘরের আলো ও কালো শশী ( adhar ghorer alo o kalo shoshi)

চলচ্চিত্র: 'পাতালপুরী'
আঁধার ঘরের আলো ও কালো শশী আঁধার ঘরের আলো।
কে বলে তোরে কালো – ওই রূপে মন-ভুলালো॥
তোরই রূপের মোহে, আমি মরি বিরহে,
যত পরান দহে, তত বাসি যে ভালো॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৫ খ্রিষ্টাব্দের ২৩ মার্চে (শনিবার, ৯ চৈত্র ১৩৪১)  মুক্তিপ্রাপ্ত ' পাতাল পুরী ' চলচ্চিত্রে প্রথম ব্যবহৃত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৫ বৎসর ১০ মাস।
     
  • চলচ্চিত্র: পাতাল পুরী [১৯৩৫ খ্রিষ্টাব্দের ২৩ মার্চ (শনিবার, ৯ চৈত্র ১৩৪১)। বিলাসীর গান। গান সংখ্যা ১২]
  • গ্রন্থ:  নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ২১৯৯। পৃষ্ঠা: ৬৬১]

 

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।