আঁধার রাতের তিমির দুলে আমার মনে ( adhar rater timir dule amar mon)

রাগ: জয়জয়ন্তী, তাল: দাদ্‌রা
আঁধার রাতের তিমির দুলে আমার মনে।
দুলে গো আমার ঘুমে 
 জাগরণে॥
হতাশ-ভরা বাতাস বহে,
আমার কানে কি কথা কহে;
দিনগুলি মোর যায় যে ঝ’রে যায় 

ওগো যায় যে ঝ’রে ঝরা পাতার সনে॥
গিয়াছে চলিয়া সুখে যাহারা ছিল গো সাথি,
গিয়াছে নিভিয়া জ্বলেতেছিল যে শিয়রে বাতি।
স্মৃতির মালার ফুল শুকাইয়া,
একে একে হায় পড়িছে ঝরিয়া;
বিদায়-বেলা শুনিয়ে বাঁশি ক্ষণে ক্ষণে॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৩৪১ বঙ্গাব্দের ভাদ্র  (আগষ্ট-সেপ্টেম্বর ১৯৩৪ খ্রিষ্টাব্দ) মাসে, ছায়াবীথি পত্রিকায় গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৫ বৎসর ৩ মাস।
     
  • পত্রিকা: ছায়াবীথি। ভাদ্র ১৩৪১ (আগষ্ট-সেপ্টেম্বর ১৯৩৪)
  • গ্রন্থ:
    • গানের মালা
      • প্রথম সংস্করণ [আশ্বিন ১৩৪১ বঙ্গাব্দ (সেপ্টেম্বর-অক্টোবর ১৯৩৪ খ্রিষ্টাব্দ)। গান সংখ্যা ৬৮। জয়জয়ন্তী মিশ্র-দাদরা।
      • নজরুল রচনাবলী ষষ্ঠ খণ্ড [জ্যৈষ্ঠ ১৪১৯, জুন ২০১২। গানের মালা। ৬৮।  জয়জয়ন্তী মিশ্র-দাদরা।। পৃষ্ঠা ২৩৩]
  • রেকর্ড: এইচএমভি [জুন ১৯৩৫ (জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৪২)। এন. ৭৩৬৫। শিল্পী: ইন্দিরা সেন। সুর: নজরুল ইসলাম। [শ্রবণ নমুনা]
  •  
  • স্বরলিপিকার ও স্বরলিপি: সালাউদ্দিন আহ্‌মেদ [নজরুল-সঙ্গীত স্বরলিপি, অষ্টাদশ খণ্ড। প্রথম সংস্করণ। নজরুল ইন্সটিটিউট আশ্বিন ১৪০৪/অক্টোবর ১৯৯৩। তৃতীয় গান।]  [নমুনা]
     
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: মরমী
    • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।