আঁধারের এলোকেশ ছড়িয়ে এলে (adharer elokesh chhoriye ele)

আঁধারের এলোকেশ ছড়িয়ে এলে
                           তুমি ধূসর সন্ধ্যা।
তোমারে অর্ঘ্য দিতে বনে ফুটিল কি তাই
                                       রজনীগন্ধা?
গোধূলির রং সম তব মুখ, হায়!
তরুণ হাসি কেন চকিতে মিলায়?
সহসা মহুয়া বনে চঞ্চল বায়
                        হ'ল নিথর সুমন্দা॥
বিষাদ-গভীর তব নয়ন যেন নিশীথের সিন্ধু;
মুদিত কমলের দলিত দলে তুমি শিশিরের বিন্দু।
তুমি সকরুণ প্রার্থনা বেলাশেষের,
পথ-হারা পাখি তুমি দূর বিদেশের,
স্নিগ্ধ-স্রোত তুমি দূর অমরার অলকানন্দা॥

  • ভাবসন্ধান: এটি একটি প্রকৃতি পর্যায়ের গান। এই গান যেন দিনশেষে পূজারির নিবেদিত সন্ধ্যাবন্দনা। স্থায়ীতে তার আভাষ মেলে বিষাদিত উপমার মধ্য দিয়ে। দিনশেষে ধূসর সন্ধ্যায় চারিদকে আঁধারের কালো ছায়া নেমে আসে, কবি তাকে 'আঁধারের এলোকেশ'-এর উপমায় উপস্থাপন করেছেন। আবার দিনশেষে যখন রজনীগন্ধ্যা তার পাপড়ি মেলে ধরে, কবি মনে করেন, এ যেন- সন্ধ্যাকে বরণ করার জন্যই অর্ঘ নিবেদন।

    অন্তরাতে সন্ধ্যার আলোতে অপসৃত সৌন্দর্যের জন্য হাহাকার ফুটে উঠেছে । অপরাহ্ণে গোধুলির তরুণের হাসির মতো যে রঙিন আভা ছড়ায়, সন্ধ্যার আগমনে তা ম্লান হয়ে যায়। থেমে যায় মাদকীয় মহুয়ার মৃদু মধুর বাতাস। এ গানের 'হায়' ধ্বনির ভিতর দিয়ে যেন অনেক হারানোর বেদনা তীব্রতর হয়ে ওঠে- হাহাকার হয়ে।

    আভোগে সন্ধ্যার মাঝে কবি দেখেছেন রাত্রির সাগরের মতো বিষাদ-গভীর বেদনার অন্ধকার। সে বেদনা যেন মুদিত পদ্মফুলের অবনমিত পাপড়িতে ঝরে পড়া বেদনার অশ্রুবিন্দুরূপী শিশিরের মতো। আভোগে কবি সন্ধ্যার রূপকে দেখেছেন বেলাশেষের সকরুণ প্রার্থনার মতো, অসহায় দিক্‌ভ্রান্ত পাখির মতো  এবং স্বর্গের নদী অলকানন্দার স্নিগ্ধ-স্রোতের মতো। এসবই কবির কাছে ধরা দেয়া সন্ধ্যার নানান রূপ। এসবের ভিতর দিয়ে তিনি সন্ধ্যার অধরা রূপকে ধরতে চেয়েছেন। সব মিলিয়ে পুরো গানে ফুটে উঠেছে সন্ধ্যার অরূপদর্শন।
     
  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৬ খ্রিষ্টাব্দের ডিসেম্বর (অগ্রহায়ণ -পৌষ ১৩৪৩) মাসে এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। সেই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩৭ বৎসর ৬ মাস।
     
  • রেকর্ড:
    • এইচএমভি। ডিসেম্বর ১৯৩৬ (অগ্রহায়ণ -পৌষ ১৩৪৩) এন ৯৮১৫। শিল্পী: নিতাই ঘটক [শ্রবণ নমুনা]
    • ১৯৩৭ খ্রিষ্টাব্দের ২৬ জানুয়ারি (মঙ্গলবার, ১৩ মাঘ ১৩৪৩) এইচএমভি'র সাথে নজরুলের যে চুক্তিপত্র স্বাক্ষরিত হয়েছিল, তাতে গানটি ছিল।
       
  • স্বরলিপি ও স্বরলিপিকার:
  • সুরকার: কাজী নজরুল ইসলাম
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: প্রকৃতি
    • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।