আকাশ গঙ্গা স্রোতে, কার গানের তরী যায় ভেসে ভেসে। ( akash gonga srote, kar ganer tori jay bheshe bheshe)
আকাশ গঙ্গা স্রোতে, কার গানের তরী যায় ভেসে ভেসে।
হল ঘরে থাকা দায়, ওর সাথে যেতে চায় মন নিরুদ্দেশে (গো)॥
ওর সুরের মালা নিতে নাই কি গো কেউ,
ও গানে মোর বুকে কেন ওঠে ঢেউ।
ওর চাঁদ-মুখের গানে চাঁদিনী রাতি আনে গগন মগন হয় স্বপ্নাবেশে॥
ও গানের ছন্দে কারে কি কথা কয়,
ও কাহার কাছে এত মিনতি জানায়।
সুরের আড়াল টেনে মনের ব্যথা, কেন লুকাইতে চায় (গো)।
কাঁটা-লতার মত ওর কথাগুলি হায়, যেন জড়াইতে চায় মোর আকুল কেশে॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ঢাকা বেতার কেন্দ্রে প্রথম সম্প্রচার শুরু হয়েছিল ১৯৩৯ খ্রিষ্টাব্দের ১৬ই ডিসেম্বর। পরের বছরের ১৬ই ডিসেম্বর এই কেন্দ্রের বর্ষপূর্তি উপলক্ষে কাজী নজরুল ইসলাম আমন্ত্রিত হয়ে ঢাকা আসেন। রচনার প্রেক্ষাপটের সূত্র ধরে বলা যায়, গানটি রচনার সময় নজরুলের বয়স ছিল ৪১ বৎসর ৭ মাস।
- বেতার: পূর্বাণী। ঢাকা বেতার কেন্দ্র থেকে প্রচারিত বর্ষপূর্তি অনুষ্ঠান। [১৬ ডিসেম্বর ১৯৪০ খ্রিষ্টাব্দ (সোমবার, ১ পৌষ ১৩৪৭)
- গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২)। ২১৯৮ সংখ্যক গান।