আকাশে ভাই চাঁদ উঠেছে ( akashe bhai chad utheche)

আকাশে ভাই চাঁদ উঠেছে
(আহা) দেখবি যদি আয় না!
রূপে পরান পাগল করে,
তারে হাতে ধরা যায় না।
হাতে ধরা যায় না 

আমার সাধের ‘আয়না’ 
আমার বুকে ফুট্‌লো রে ভাই
কোন্ বাগিচার ফুল

কোন্ সে দেশের হাসনুহানা
কোন্ বসোরার গুল্,
ওরে গন্ধে পরান পাগল করে,
তারে গলায় পরা যায় না॥

  •  রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪০ খ্রিষ্টাব্দের ফেব্রুয়ারি (মাঘ-ফাল্গুন ১৩৪৬), এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪০ বৎসর ৮ মাস।
     
  • গ্রন্থ:: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১০২৬।]
  • রেকর্ড: কাফনচোরা (রেকর্ড-নাটক)। নাট্যকার মন্মথ রায়। এইচএমভি [ফেব্রুয়ারি ১৯৪০ (মাঘ-ফাল্গুন ১৩৪৬)। এন ১৭৪২৫। নর্তকীদের গান। শিল্পী: আব্বাস উদ্দীন]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।