আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায় ওই (akashe helan diye pahar ghumay oi)
আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায় ওই।
ওই পাহাড়ের ঝর্না আমি, ঘরে নাহি রই গো
উধাও হ'য়ে বই॥
চিতা বাঘ মিতা আমার গোখ্রো খেলার সাথী
সাপের ঝাঁপি বুকে ধ'রে সুখে কাটাই রাতি
ঘূর্ণি হাওয়ার উড়্নি ধ'রে নাচি তাথৈ থৈ গো 'আমি'
নাচি তাথৈ থৈ॥
- ভাবসন্ধান: এটি সাপুড়ে চলচ্চিত্রের সাপুড়ে কন্যার গান। এই কন্যা প্রকৃতির অংশভাগী হয়েই তার আত্মপরিচয় তুলে ধরেছে এই গানে। দিগন্ত জোড়া নীল আকাশের প্রেক্ষাপটে সাপুড়ে কন্যার কল্পলোকে দেখা দূর-পাহাড়ের সৌন্দর্যকে তুলে ধরা হয়েছে গানটির স্থায়ীর প্রথম পঙ্ক্তিতে। অসাধারণ একটি রূপকল্পের মধ্য দিয়ে, কবি তাঁর অনুভবকে প্রকাশ করেছেন ‘আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায় ঐ' পঙ্ক্তিতে। আর সাপুড়ে কন্যা যেন সেই পাহাড়ি ঝরনার মতো,পাহাড়-মাতার কোল ছেড়ে নিরুদ্দেশের পথে চলচঞ্চল উচ্ছ্বলতায় হারিয়ে যায়।
সাপুড়ের দলের পোষা চিতাবাঘ এই কন্যার সঙ্গী এবং বিষাক্ত গোখরো তাঁর খেলার সাথি। এবং সাপের ঝাঁপি বুকে করেই সে পরম সুখে রাত্রি যাপন করে। এ সবই সাপুড়ে কন্যার নিত্যদিনের চালচিত্র। কিন্তু সে যখন ঝর্নার মতো উচ্ছল, তখন সে কখনো ঘূর্ণি হাওয়ার সাথে মাঠ জুড়ে তা থৈ থৈ নাচের ছন্দে নেচে বেড়ায়। এসব উপমার মধ্য দিয়ে সাপুড়ে কন্যা নিজেকে তুলে ধরেছে- ঝর্নার মতই বন্ধনহীন মুক্তানন্দে বেড়ে ওঠা প্রকৃতির কন্যা হিসেবে। এই গানের আকাশ, পাহাড়, ঝর্না, চিতাবাঘ, গোখরো সাপ, ঘূর্ণি বায়ু- এই সবই প্রকৃতি অংশ। এ সবের মধ্যে রয়েছে তার নিত্যদিনের আনন্দ। আর তার যাপিত জীবনের চলার পথে প্রকৃতির অপার সৌন্দর্যে হলো তার মুক্তজীবনের আনন্দ।
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৯ খ্রিষ্টাব্দের ২৭ মে খ্রিষ্টাব্দে ১৯৩৯ (শনিবার ১৩ জ্যৈষ্ঠ ১৩৪৬) সাপুড়ে ছায়াছবিতে গানটি ব্যবহৃত হয়েছিল। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৪০ বৎসর ১ মাস।
- রেকর্ড। মেগাফোন। জুলাই ১৯৩৯ (আষাঢ়-শ্রাবণ ১৩৪৬)। জেএনজি ৫৩৮০। শিল্পী: কানন দেবী। [শ্রবণ নমুনা]
- চলচ্চিত্র: সাপুড়ে। ২৭ মে খ্রিষ্টাব্দে ১৯৩৯ (শনিবার ১৩ জ্যৈষ্ঠ ১৩৪৬)। নিউ থিয়েটার্সের নিবেদন। প্রেক্ষাগৃহ: পূর্ণ থিয়েটার্স। চরিত্র: চন্দ্ন। শিল্পী: কানন দেবী। [দেখুন: প্রচার পুস্তিকা]
- স্বরলিপিকার ও স্বরলিপি: সুধীন দাশ । নজরুল-সঙ্গীত স্বরলিপি তৃতীয় খণ্ড। [প্রথম প্রকাশ, দ্বিতীয় মুদ্রণ [কবি নজরুল ইন্সটিটিউট। বৈশাখ ১৪০২। এপ্রিল ১৯৯৬। ১৭ সংখ্যক গান। পৃষ্ঠা ৮৩-৮৫] [নমুনা]
- পর্যায়
- বিষয়াঙ্গ: প্রকৃতি, জাগতিক, ঋতুনিরপেক্ষ, প্রকৃতি ও সৌন্দর্য।
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য
- তাল: দাদরা
- গ্রহস্বর: সা
- বিষয়াঙ্গ: প্রকৃতি, জাগতিক, ঋতুনিরপেক্ষ, প্রকৃতি ও সৌন্দর্য।