আকাশের মৌমাছি-তারকার দল (akasher moumachi-tarokar dol)
আকাশের মৌমাছি-তারকার দল,
পিয়ে চৈতালি চাঁদের মধু, হ’ল বিহ্বল॥
মোর মাধবী বনে মৌমাছি আসে না
আমার আকাশে আর চাঁদ হাসে না।
ভালো লাগে না এ চাঁদের আলো
পুষ্পল পরিমল-ছাওয়া বনতল॥
দক্ষিণ সমীরণে বন বিঘোর গানে, মন ভরে না।
বিধুর বাঁশরী বাজে, মধু মঞ্জরী, তবু মুঞ্জরে না।
বুলবুলি এসেছিল, ভুল সে কি ভুল?
তেমনি তো ফোটে হেনা চম্পার ফুল।
বেণী বাঁধা বধূ লো ধূলায় লুটায়
কাঁদে এলো-কুন্তল॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ব্রহ্মমোহন ঠাকুরে রচিত 'নজরুল সঙ্গীত সুর নির্দেশিকা' গ্রন্থে উল্লেখ আছে- 'কাফেলা, বৈশাখ ১৩৮৯ (মুদ্রিত পাণ্ডুলিপি)।
- গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২)। ১০২৭ সংখ্যক গান।