আগ্রা প্রাসাদ ছেড়ে, দারা চলে যায়, হায় রে হায়। ( agra prasad chhere , dara chole jay, hay re hay)
আগ্রা প্রাসাদ ছেড়ে, দারা চলে যায়, হায় রে হায়।
শাহজাহান কাঁদে দুর্গে, তাজবিবি কাঁদে রওজায়॥
কাঁদে তরুলতা, কাঁদে পশুপাখি,
সকলে কাঁদিছে হায় দারা শিকো লাগি,
হায়! ঐ দারা যায়, দারা পুত্র লয়ে কে তারে ফেরায়॥
নজরুল এসলাম গায় এ আসরে।
চলিয়াছে দারা ভাগ্যের ফেরে,
কার ভাগ্যে কি আছে? ভাই রে, বল তা কে খণ্ডায়॥
রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
গ্রন্থ:
১. লেটো গান। পালা: 'যুবরাজ দারা শিকোহ্'।
২. নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০১৮। গান সংখ্যা ২৮৬০। পৃষ্ঠা: ৮৭৩]
সূত্র:
- দুখুমিয়ার লেটোগান, সংগ্রহ ও সম্পাদনা : মুহম্মদ আয়ুব হোসেন, বিশ্বকোষ পরিষদ, কলকাতা, ২০০৩।
- নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২)।