আজ গেছ ভুলে! (aj gecho bhule!)

আজ গেছ ভুলে!
আজ সে-সব কথা গেছ ভুলে!
তা’ ধুয়ে গেছে চোখের জলে॥
অনেকের আছে অনেক সে নাথ, জানে এই সংসার,
তোমা বিনে আর কেহ নাই সখা অভাগিনী রাধিকার।
  তার ঘর ও বাহির সবই প্রতিকূল,
সে গোকুলে থেকেও অকূলে ভাসে, সকলের সে যে চক্ষের শূল।
তারে সবাই কলঙ্কিনী বলে
হরি, সকলে যাহারে ছাড়িয়াছে তারে ঠাঁই দাও পদতলে॥
হরি ঠাঁই দাও পদতলে॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২)। গান সংখ্যা ২৫০৩।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।