আজ বাদল ঝরে মোর একেলা ঘরে (aj badol jhore mor akela ghore)
আজ বাদল ঝরে মোর একেলা ঘরে।
হায় কী মনে পড়ে মন এমন করে॥
আজ এমন দিনে কোন্ নীড়হারা পাখি
যাও কাঁদিয়া কোথায় কোন্ সাথীরে ডাকি’।
তোর ভেঙেছে পাখা কোন্ আকুল ঝড়ে॥
আয় ঝড়ের পাখি আয় আমার এ বুকে
আয় দিব রে আশয় মোর গহন-দুখে।
আয় বাঁধিব বাসা আজ নূতন ক’রে॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৩৩৬ বঙ্গাব্দের অগ্রহায়ণ (ডিসেম্বর ১৯২৯) মাসে প্রকাশিত 'চোখের চাতক' সঙ্গীত-সংকলনে গানটি অন্তর্ভুক্ত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩০ বৎসর ৬ মাস।
- গ্রন্থ:
- চোখের চাতক।
- প্রথম সংস্করণ। অগ্রহায়ণ ১৩৩৬ বঙ্গাব্দ (ডিসেম্বর ১৯২৯)। চোখের চাতক-৬। ভৈরবী-আশাবরী-আদ্ধা কাওয়ালি
নজরুল-রচনাবলী, দ্বিতীয় খণ্ড [বাংলা একাডেমী, ফাল্গুন ১৪১৩। ফেব্রুয়ারি ২০০৭। চোখের চাতক। চোখের চাতক-৬। ভৈরবী-আশাবরী-আদ্ধা কাওয়ালি পৃষ্ঠা: ১৯৬]
- প্রথম সংস্করণ। অগ্রহায়ণ ১৩৩৬ বঙ্গাব্দ (ডিসেম্বর ১৯২৯)। চোখের চাতক-৬। ভৈরবী-আশাবরী-আদ্ধা কাওয়ালি
- নজরুল গীতিকা।
- প্রথম সংস্করণ। ভাদ্র ১৩৩৭ বঙ্গাব্দ ১৩৩১ বঙ্গাব্দ। ২ সেপ্টেম্বর ১৯৩০। গজল । ৯। ভৈরবী-আশাবরী-আদ্ধা কাওয়ালি। পৃষ্ঠা ৬৪।
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ। তৃতীয় খণ্ড [বাংলা একাডেমী, ঢাকা ফাল্গুন ১৪১৩/মার্চ ২০০৭।] নজরুল গীতিকা। ৫৪। গজল। ভৈরবী-আশাবরী-আদ্ধা কাওয়ালি। পৃষ্ঠা: ২০৭-২০৮।
- চোখের চাতক।
- রেকর্ড:
- টুইন। মার্চ ১৯৩২ (ফাল্গুন-চৈত্র ১৩৩৮)। এফটি ৮৬৪। শিল্পী ইন্দুবালা। [শ্রবণ নমুনা]
- এর জুড়ি গান: বউ কথা কও বউ কথা কও
- এর জুড়ি গান: বউ কথা কও বউ কথা কও
- পরিতোষ মন্ডল [শ্রবণ নমুনা]
- টুইন। মার্চ ১৯৩২ (ফাল্গুন-চৈত্র ১৩৩৮)। এফটি ৮৬৪। শিল্পী ইন্দুবালা। [শ্রবণ নমুনা]
- স্বরলিপি ও স্বরলিপিকার: আহসান মুর্শেদ [নজরুল সঙ্গীত স্বরলিপি, ছাব্বিশ খণ্ড, নজরুল ইন্সটিটিউট, ঢাকা। আশ্বিন, ১৪১২ বঙ্গাব্দে /সেপ্টেম্বর ২০০৫ খ্রিষ্টাব্দ] প্রথম গান। [নমুনা]
- পর্যায়: