আমরা শক্তি আমরা বল, আমরা ছাত্রদল (amra shokti amra bol, amra chhatrodol)
আমরা শক্তি আমরা বল, আমরা ছাত্রদল।
মোদের পায়ের তলায় মূর্ছে তুফান
ঊর্ধ্বে বিমান ঝড় বাদল!
আমরা ছাত্রদল॥
মোদের আঁধার রাতে বাধার পথে যাত্রা নাঙ্গা পায়,
আমরা শক্ত মাটি রক্তে রাঙাই বিষম চলার ঘায়!
যুগে যুগে রক্তে মোদের সিক্ত হল পৃথ্বীতল।
আমরা ছাত্রদল॥
মোদের কক্ষচ্যুত ধূমকেতু-প্রায় লক্ষ্যহারা প্রাণ,
আমরা ভাগ্যদেবীর যজ্ঞবেদীর নিত্য বলিদান।
যখন লক্ষ্মীদেবী স্বর্গে উঠেন আমরা পশি নীল অতল।
আমরা ছাত্রদল॥
আমরা ধরি মৃত্যু রাজার যজ্ঞ-ঘোড়ার রাশ,
মোদের মৃত্যু লেখে মোদের জীবন-ইতিহাস।
হাসির দেশে আমরা আনি সর্বনাশী চোখের জল।
আমরা ছাত্রদল॥
সবাই যখন বুদ্ধি যোগায়, আমরা করি ভুল।
সাবধানীরা বাঁধ বাঁধে সব, আমরা ভাঙি কূল।
দারুণ রাতে আমরা তরুণ রক্তে করি পথ পিছিল।
আমরা ছাত্রদল॥
মোদের চক্ষে জ্বলে জ্ঞানের মশাল বক্ষে ভরা বাক্,
কণ্ঠে মোদের কুণ্ঠা-বিহীন নিত্য-কালের ডাক।
আমরা তাজা খুনে লাল করেছি সরস্বতীর শ্বেত-কমল।
আমরা ছাত্রদল॥
ঐ দারুণ উপপ্লবের দিনে আমরা দানি শির,
মোদের মাঝে মুক্তি কাঁদে বিংশ-শতাব্দীর!
মোরা গৌরবেরি কান্না দিয়ে ভরেছি মা'র শ্যাম আঁচল।
আমরা ছাত্রদল॥
আমরা রচি ভালোবাসার আশার ভবিষ্যৎ,
মোদের স্বর্গ-পথের আভাস দেখায় আকাশ-ছায়াপথ!
মোদের চোখে বিশ্ববাসীর স্বপ্ন দেখা হোক সফল।
আমরা ছাত্রদল॥
- রচনাকাল ও স্থান: ১৯২৬ খ্রিষ্টাব্দের ২৫ অক্টোবর (৮ কার্তিক ১৩৩৩) গানটি নজরুলের প্রকাশিত 'সর্বহারা' নামক কাব্যগ্রন্থে স্থান পেয়েছিল। গানটির নিচে রচনার সময় এবং স্থান উল্লেখ আছে- কৃষ্ণনগর, ৫ই জ্যৈষ্ঠ ১৩৩৩ (১৯ মে ১৯২৬)। উল্লেখ্য' মে মাসে নদীয়ার কৃষ্ণনগরে 'ছাত্র ও যুব-সম্মলেনের' অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানের উদ্বোধনী সঙ্গীত হিসেবে কবি স্বকণ্ঠে এই গানটি পরিবেশন করেন। ধারণা করা হয়, 'ছাত্র ও যুব-সম্মলেনের' জন্য কবি এই গানটি রচনা করেছিলেন। এই সময় নজরুলের বয়স ছিল ২৬ বৎসর ১১ মাস।
- গ্রন্থ:
- নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১৮২৬। ]
- নজরুল গীতিকা
- প্রথম সংস্করণ [১৬ ভাদ্র ১৩৩৭ বঙ্গাব্দ। মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ১৯৩০। । জাতীয় সঙ্গীত ২। গান ১৯। কীর্তন-বাউল-লোফা। পৃষ্ঠা ১৯]
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ। তৃতীয় খণ্ড [বাংলা একাডেমী, ঢাকা ফাল্গুন ১৪১৩/মার্চ ২০০৭] নজরুল গীতিকা। জাতীয় সঙ্গীত ২। গান ১৮। কীর্তন-বাউল-লোফা। পৃষ্ঠা: ১৮১-১৮২]
- সর্বহারা
- প্রথম সংস্করণ [২৫ অক্টোবর ১৯২৬ (৮ কার্তিক ১৩৩৩) শিরোনাম ' ছাত্রদলের গান। [কৃষ্ণনগর ৫ জ্যৈষ্ঠ ১৩৩৩]
- নজরুল-রচনাবলী জন্মশতবর্ষ সংস্করণ। দ্বিতীয় খণ্ড। [বাংলা একাডেমী, ফাল্গুন ১৪১৩। ফেব্রুয়ারি ২০০৭। ছাত্রদলের গান। পৃষ্ঠা: ১২০-১২১।]
- পরিবেশনা:
- ১৯২৬ খ্রিষ্টাব্দের ১৯ মে ৫ই জ্যৈষ্ঠ ১৩৩৩ নদীয়ার কৃষ্ণনগরে অনুষ্ঠিত 'ছাত্র ও যুব-সম্মলেনে' উদ্বোধনী সঙ্গীত হিসেবে কবি স্বকণ্ঠে এই গানটি পরিবেশন করেন।
- ১৯২৬ খ্রিষ্টাব্দের ২৭শে জুন (রবিবার ১৪ আষাঢ় ১৩৩৩) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুসলিম ছাত্রাবাসে মুসলিম সাহিত্য-সমাজের চতুর্থ বর্ষের অধিবেশন অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে নজরুল দৃঢ়তার সাথে হিন্দু-মুসলমানের ঐক্য রক্ষার কথা বলেন এবং ''কাণ্ডারী হুঁশিয়ারী' 'ছাত্রদলের গান' এবং ' কৃষাণের গান' পরিবেশন করেন।
- রেকর্ড: কলম্বিয়া [জানুয়ারি ১৯৫১ (পৌষ-মাঘ ১৩৫৭)] জে.ই ৭৮৩৪। শিল্পী: গৌরীকেদার ভট্টাচার্য ও পার্টি।
- স্বরলিপি ও স্বরলিপিকার: আহসান মুর্শেদ [নজরুল সঙ্গীত স্বরলিপি, চল্লিশতম খণ্ড, নজরুল ইন্সটিটিউট, ঢাকা। জ্যৈষ্ঠ ১৪২৩ বঙ্গাব্দ/ জুন, ২০১৬ খ্রিষ্টাব্দ] দ্বিতীয় গান। পৃষ্ঠা: ১৯-২৫। [নমুনা]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: উদ্দীপনা মূলক
- সুরাঙ্গ: মিশ্র (কীর্তন-বাউল)
- তাল: দ্রুত দাদরা
- গ্রহস্বর: সা