আজ সকালে সূর্য ওঠা সফল হলো মম (aj sokale surjo otha sofol holo momo)

    তাল: দাদ্‌রা
আজ সকালে সূর্য ওঠা সফল হলো মম
ঘরে এলে ফিরে পরবাসী প্রিয়তম॥
        আজ প্রভাতের কুসুমগুলি
        সফল হল ডালায় তুলি'
সাজির ফুলের আজের মালা হবে অনুপম॥
এতদিনে সুখের হলো প্রভাতী শুকতারা
ললাটে মোর সিঁদুর দিলো ঊষার রঙের ধারা।
        আজকে সকল কাজের মাঝে
        আনন্দেরই বীণা বাজে
দেব্‌তার্ বর পেয়েছি আজ তপস্বিনীর সম॥

 

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৮ খ্রিষ্টাব্দের জুলাই (আষাঢ়-শ্রাবণ ১৩৪৫) মাসে এইএচএম রেকর্ড কোম্পানি থেকে এই গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৯ বৎসর ১ মাস।
     
  • রেকর্ড: এইচএমভি [জুলাই ১৯৩৮ (আষাঢ়-শ্রাবণ ১৩৪৫)। এন ১৭১৬৬। শিল্পী: শীলা সরকার। [শ্রবণ নমুনা]
     
  • স্বরলিপি ও স্বরলিপিকার: সুধীন দাশনজরুল-সঙ্গীত স্বরলিপি, পঞ্চদশ খণ্ডভাদ্র ১৪০৩। আগষ্ট ১৯৯৬। দ্বিতীয় গান। রেকর্ডে শীলা সরকার-এর গাওয়া গানের সুরানুসারে স্বরলিপি করা হয়েছে।  [নমুনা]
  • সুরকার: কাজী নজরুল ইসলাম
     
    • পর্যায়:
      • বিষয়াঙ্গ: প্রেম
      • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য
      • তাল: দাদরা
      • গ্রহস্বর: সা

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।