আজকে না হয় একটি কথা কইলে আবার মোর সাথে (ajke na hoy ekti kotha koile mor sathe)

আজকে না হয় একটি কথা কইলে আবার মোর সাথে।
ওগো একটু না হয় বসলে এসে এই পাথরের পৈঠাতে॥
              শুধুই কি গো আমার আঁখি
              ঝিমায় মদির স্বপ্ন মাখি’,
ওগো তোমার কি চোখ ধরে নাকো ঢুলতে নেশার মৌতাতে॥
আজকে তোমার নয়ন আমার নয়ন হেরি’ লজ্জা পায়,
আজকে তোমার মুখের কথা শুধুই কি গো মুখ রাঙায়?
              ফাগুন হাওয়ার দোদুল দোলায়
              এই যে এসে দোল দিয়ে যায় 

ওগো মোরাই কি গো দুল্‌ব শুধু মান বিরহের দোল্‌নাতে॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৮ খ্রিষ্টাব্দের ৩রা নভেম্বর নভেম্বর (১৭ কার্তিক ১৩৪৫), আঙ্গুরবালা এই গানটি পরিবেশন করেছিলেন। এই সময় নজরুলের বয়স ছিল ৩৯ বৎসর ৫ মাস।
     
  • বেতার: আঙ্গুরবালার পরিবেশিত গান। ১৯৩৮ ৩রা নভেম্বর (বৃহস্পতিবার ১৭ কার্তিক ১৩৪৫ বঙ্গাব্দ) কলকাতা বেতারকেন্দ্র দ্বিতীয় অধিবেশন। সন্ধ্যা ৭টা থেকে ৭.২৩টা পর্যন্ত।
    সূত্র:
    • বেতারজগৎ। ৯ম বর্ষ ২১শ সংখ্যা। ১লা নভেম্বর ১৯৩৮ পৃষ্ঠা: ৮৮০
    • Indian listener. Vol.III. No 21. page 1546
       
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২]। গান সংখ্যা ১০৩৮ 

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।