আজকে শাদী বাদ্‌শাজাদীর পান করো শিরাজি (ajke shadi badshajadir pan koro shiraji)

আজকে শাদী বাদ্‌শাজাদীর পান করো শিরাজি
নেশার ঝোঁকে চোখে চোখে খেলুক আতস বাজি
    
                   (সবে) পান করো শিরাজি

        সামনে মোরা যাকে পাব
  
      রঙিন পানি পান করাব
প্রাণে খুশির রঙ ঝরাব নেচে গেয়ে আজি
    
                   সবে পান করো শিরাজি

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না। ১৯৩৫ খ্রিষ্টাব্দের আগষ্ট (শ্রাবণ-ভাদ্র ১৩৪২) এইচএমভি এই গানটির প্রথম রেকর্ড প্রকাশ করেছিল। এই সময় নজরুল ইসলামের ববস ছিল ৩৬ বৎসর ২ মাস।
     
  • রেকর্ড: এইচএমভি। রেকর্ড নাটিকা লাইলী মজনু। নাট্যকার মন্মথ রায় আগষ্ট ১৯৩৫ (শ্রাবণ-ভাদ্র ১৩৪২)। এন ৭৩৯৮। সপ্তম ও অষ্টম খণ্ড। শিল্পী: ইন্দুবালা [শ্রবণ নমুনা]
  • স্বরলিপিকার ও স্বরলিপি: সুধীন দাশ। [নজরুল-সঙ্গীত স্বরলিপি, সপ্তদশ খণ্ড। প্রথম সংস্করণ। নজরুল ইন্সটিটিউট আষাঢ়, ১৪০৩/ জুন, ১৯৯৬ খ্রিষ্টাব্দ। তৃতীয় গান।] [নমুনা]
     
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: নাট্যগীতি (উৎসব)
    • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য

 

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।