আজি অলি ব্যাকুল ওই বকুলের ফুলে (aji oli byakul oi bokuler fule)

আজি অলি ব্যাকুল ওই বকুলের ফুলে
কত আদরে টানি, চুমে বদনখানি
ফুলকলি লাজে পড়ে বুকে ঢুলে ঢুলে॥
আসে ফুল-বধূ, বুকে ভরা মধু
হাসে ভ্রমর-বঁধু কলি সনে দুলে দুলে॥
সোহাগে গুনগুনিয়ে সব কথা তার কইতে বাকি
সলাজ ফুল-কুমারীর ঘোম্‌টাখানি খুল্‌তে বাকি,
গোপনে গোপন বুকের সুধাটুকু লুট্‌তে বাকি,
না-কওয়া যত কথা কানে কানে বলে খুলে॥

  • ভাবার্থ: প্রকৃতির জাগতিক উপকরণ হলো- ভ্রমর ও ফুল। প্রাকৃতিক নিয়মে প্রয়োজনের নিমিত্তে এদের মিলন ঘটে। কবি কল্পনায় এই গানের এই মিলন হয়ে উঠেছে শৃঙ্গারধর্মী। মধু সংগ্রহের তাগিদে ভ্রমর বকুল ফুলে বসে। কবি এই সংসর্গকে আদরে সোহাগে বকুল ফুলের মুখে ভ্রমরের চুম্বন হিসেবে উপস্থাপিত করেছেন। সলাজ চুম্বনের আবেশে ফুলরাণী যেন ভ্রমরের বুকে ঢুলে ঢুলে পড়ে।

    বুকভরা মধু নিয়ে বধুবেশী এই ফুলবালা সোহাগী হাসি হাসে, তার ভ্রমর-বন্ধু সাথে। ভ্রমরের সোহাগের সকল কথা ফুলের কানে গুনগুনানিতে বলতে, সলাজ ফুল-কুমারীর ঘোমটাখানি খুলতে, গোপনে বুকের গোপন সুধা লুটতে,-  যতটুক অবসর পায় এরা, তার আগেই তারা তাদের মনের সকল কথা যেন খুলে বলে কানে কানে । 

     
  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না। ১৯৩২ খ্রিষ্টাব্দের নভেম্বর ১৯৩২ (কার্তিক-অগ্রহায়ণ ১৩৩৯) মাসে এইচএমভি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করে। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩৩ বৎসর ৫ মাস ।
     
  • রেকর্ড: এইচএমভি। নভেম্বর ১৯৩২ (কার্তিক-অগ্রহায়ণ১৩৩৯)। এন ৭০৫৪। শিল্পী: ধীরেন দাস  [শ্রবণ নমুনা]
  • স্বরলিপিকার ও স্বরলিপি: রশিদুন্ নবী। [নজরুল সঙ্গীত স্বরলিপি (দশম খণ্ড)। প্রথম প্রকাশ, ৩ ফাল্গুন, ১৩৯৯ বঙ্গাব্দ/ ২৫ ফেব্রুয়ারি, ১৯৯৩ খ্রিষ্টাব্দ। প্রথম গান]  [নমুনা]
     
  • পর্যায়
    • গ্রহস্বর: গা

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।