আজি আল কোরায়শী প্রিয় নবী এলেন ধরাধাম (aji al korayoshi priyo nobi elen dhoradham)

আজি   আল কোরায়শী প্রিয় নবী এলেন ধরাধাম
তাঁর     কদম মোবারকে লাখো হাজারো সালাম।
          তওরত ইঞ্জিলে মুসা ঈসা পয়গম্বর
          বলেছিলেন আগাম যাঁহার আসারি খবর
          রব্বুলে দায়েব যাঁহার দিয়েছিলেন নাম
          সেই আহ্‌মদ মোর্তজা আজি এলেন আরব ধাম॥
          আদমেরি পেশানিতে জ্যোতি ছিল যাঁর
          যাঁর গুণে নূহ্ তরে গেল তুফান পাথার
          যাঁর নূরে নমরুদের আগুন হলো ফুলহার
          সেই মোহাম্মদ মুস্তাফা এলেন নিয়ে দীন-ইসলাম॥
          এলেন কাবার মুক্তিদাতা মসজিদের প্রাণ,
          শাফায়াতের তরী এলো পাপী তাপীর ত্রাণ
          দিকে দিকে শুনি খোদার নামের আজান
          নবীর রূপে এলো খোদার রহমতেরি জাম॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৭ খ্রিষ্টাব্দের মে (বৈশাখ- জ্যৈষ্ঠ ১৩৪৪) মাসে টুইন রেকর্ড কোম্পানি থেকে এই গানটির একটি রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩৯ বৎসর ১১ মাস।
     
  • রেকর্ড:
    • টুইন। মে ১৯৩৭ (বৈশাখ- জ্যৈষ্ঠ ১৩৪৪)। এফটি ৪৮৮৪। শিল্পী: আব্দুল লতিফ ও তার সঙ্গীরা   [শ্রবন নমুনা]
    • পায়োনিয়র। [মে ১৯৩৪ বৈশাখ-জ্যৈষ্ঠ ১৩৪৬) এন.কিউ ১০৩। শিল্পী: দিলওয়ার হোসেন (চিত্ত রায়)
       
  • স্বরলিপি ও স্বরলিপিকার: সুধীন দাশনজরুল-সঙ্গীত স্বরলিপি, পঞ্চদশ খণ্ডভাদ্র ১৪০৩। আগষ্ট ১৯৯৬। তৃতীয় গান ।  রেকর্ডে দিলওয়ার হোসেন (চিত্ত রায়)-এর গাওয়া গানের সুরানুসারে স্বরলিপি করা হয়েছে। [নমুনা]
  • সুরকার: সুবল দাশগুপ্ত
     
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: ভক্তি (ইসলামি গান)
    • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য
    • তাল: কাহারবা
    • গ্রহস্বর: জ্ঞা

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।