আজি কুসুম-দীপালি জ্বলিছে বনে (aji kusum-dipali joliche bone)

আজি    কুসুম-দীপালি জ্বলিছে বনে।
জ্বলে     দীপ-শিখা আম্র-মুকুলে
রাঙা     পলাশ অশোকে বকুলে,
আসে    সে আলোর টানে বন-তল
          মৌমাছি প্রজাপতি দলে দল
পুড়ে     মরিতে সে রূপ-শিখাতে
প্রাণ      সঁপিতে বাসন্তিকাতে;
          পরিমল অঞ্জন মাখিয়া নয়নে
হের      ঝিমায় আকাশ চাঁদের স্বপনে॥
জ্বলে     গগনে তারার দীপালি
আজি    ধরাতে আকাশে মিতালি
ধরা     চাঁপার গেলাস ভরিয়া
মধু      ঊর্ধ্বে তুলে গো ধরিয়া
পান     করিতে সে মধু পরীরা
আসে   নেমে কাননে স-শরীরা;
         বাজে উৎসব বাঁশি গগনে পবনে
         হের ঝিমায় আকাশ চাঁদের স্বপনে॥

  • ভাবার্থ: নানা রূপকতার সৌন্দর্য বৈভবে বসন্তের একটি নিটল রূপচিত্র উপস্থাপিত করা হয়েছে এই গানে।

    বসন্তের বর্ণাঢ্য ফুলের সমারোহে আমের মুকুল, পলাশ, অশোক, বকুল যেন দীপালির দীপশিখার মতো পুষ্প-দীপালির হয়ে দ্যুতি ছড়ায়। আর সে আলোর টানে নিজেকে সমর্পণের জন্য নয়নে পূষ্পসুরভিত অঞ্জন মেখে- মোহিত মৌমাছি, প্রজাপতির দল ছুটে আসে বনতলে। আর বসন্তের মদির নেশায় আকাশে ঝিমায় চাঁদ।

    বসন্তের পুষ্প দীপালির সাথে আকাশের তারাদের দীপাবলি মিতালি পাতায়। বসন্তের অমৃত মধু চাঁপার গেলাসে তুলে ধরে  ঊর্ধাকাশে।  আর সে মধু পান করার জন্য রাতের পরিরা নেমে আসে কাননে। আকাশে বাতাসে বাজে বসন্তোৎসবের বাঁশরী। সে মধু পানে আকাশে ঝিমায় চাঁদ ঝিমায় বসন্তের মদির নেশায়।

     
  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। 'গুলবাগিচা' গীতি-সংকলনের প্রথম সংস্করণে [১৩ আষাঢ় ১৩৪০, ২৭ জুন ১৯৩৩] অন্তর্ভুক্ত হয়ে গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৪ বৎসর ১ মাস
     
  • গ্রন্থ:
    • গুলবাগিচা
      • প্রথম সংস্কলরণ [১৩ আষাঢ় ১৩৪০, ২৭ জুন ১৯৩৩। ভীমপলশ্রী-দাদরা। পৃষ্ঠা: ৪৯]
      • নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংকলন। পঞ্চম খণ্ড। বাংলা একাডেমী। ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১। গুল-বাগিচা। গান সংখ্যা ৪৪। ভীমপলশ্রী-দাদরা। পৃষ্ঠা ২৫০-২৫১]
  • রেকর্ড: এইএমভি [ডিসেম্বর ১৯৩৩ (অগ্রহায়ণ-পৌষ ১৩৪০)]। এন ৭১৭৬। শিল্পী: মীরা দেবী [শ্রবণ নমুনা]
     
  • স্বরলিপি ও স্বরলিপিকার: আহসান মুর্শেদ  [নজরুল সঙ্গীত স্বরলিপি, বিয়াল্লিশতম খণ্ড, আষাঢ় ১৪২৫] গান সংখ্যা ১। পৃষ্ঠা: ১৭-১৯ [নমুনা]
     
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: প্রকৃতি ও বসন্ত
    • সুরাঙ্গ: রাগাশ্রয়ী

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।