আজি জ্যোৎস্না বিজড়িত ফাল্গুনী রাতে (aji jochona bijorito falguni rate)
উভয়ে : আজি জ্যোৎস্না বিজড়িত ফাল্গুনী রাতে।
ল’য়ে মঞ্জুল-মল্লিকা মালিকা হাতে॥
আজি এসেছি মোরা এসেছি
দোঁহে মিলেছি বাহুপাশে হিন্দোলাতে॥
শ্যাম : আজি বিকশিত উন্মুখ চিত্ত
রাধা : দিছি পদতলে ঢালি সব বিত্ত
দিছি তনুমন যৌবন রিক্ত আজি হে
শ্যাম : ঊষর প্রাণের এ চির-পিপাসা কর গো তারে সিক্ত
আজি মিলন প্রেম-বারি পাতে॥
রাধা : থর কম্পিত হিয়া-পরে বাঞ্ছিত এসো গো
শ্যাম : মম স্পন্দিত বাহুপাশে নন্দিতা এসো গো
রাধা : আন অন্তরে নিবিড় চেতনা
হর মন্তরে এ চির বেদনা
শ্যাম : এসো মালতী বল্লরি বিতানে
এসো মিলন-পুলকিত প্রাণে
চির উৎসুক বিরহ অবসানে
নবপ্রেমে আজি প্রাণ মাতে॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
- গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২)। ১০৪৩ সংখ্যক গান।