আজি নন্দলাল মুখচন্দ নেহারি (aji nondolal mukhchondo nehari)

রাগ: খাম্বাবতী, তাল: ঝাঁপতাল

আজি নন্দলাল মুখচন্দ নেহারি
অধীর আনন্দে অন্তর কাঁপে ঝরে প্রেমবারি॥
বকুল-বন হরষে ফুলদল বরষে
গাহে রাধা শ্যাম নাম হরি-চরণ হেরি শুকসারি॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪০ খ্রিষ্টাব্দের জানুয়ারি মাসে (পৌষ-মাঘ ১৩৪৬) এইচএমভি রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করে। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৪১ বৎসর ৭ মাস।
     
  • রেকর্ড: এইচএমভি [জানুয়ারি ১৯৪০ (পৌষ-মাঘ ১৩৪৬)। রেকর্ড নম্বর ১৭৪০ ৬। শিল্পী: জ্ঞানেন্দ্রপ্রসাদ গোস্বামী। [শ্রবন নমুনা] 
  • স্বরলিপি ও স্বরলিপিকার: সেলিনা হোসেন [একবিংশ খণ্ড, নজরুল ইন্সটিটিউট, ঢাকা] তৃতীয় গান। [নমুনা]
  • পর্যায়:

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।