আজি পড়িয়ে বিপাকে, অনুরোধ তোমাকে( aji poriye bipake, onurodh tomake)

আজি পড়িয়ে বিপাকে, অনুরোধ তোমাকে
ক্ষণকাল অস্ত্র কর সংবরণ।
মহাযোদ্ধা তুমি, জানি তাহা আমি,
সারথি পেয়েছ শ্রীনারায়ণ।
রথ চক্র হের ধরণী গ্রাসে
চাই তুলিবারে, উঠে নাহি আসে,
বিপাকে পড়েছি কুরুক্ষেত্র পাশে,
করো না পার্থ অস্ত্রক্ষেপণ॥

রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
গ্রন্থ:

১. লেটো গান। পালা: ' কর্ণ বধ'।
২. নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০১৮। গান সংখ্যা ২৭৫২]



সূত্র:

দুখুমিয়ার লেটোগান, সংগ্রহ ও সম্পাদনা : মুহম্মদ আয়ুব হোসেন, বিশ্বকোষ পরিষদ, কলকাতা, ২০০৩।

নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২)।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।