আজি পিয়াল ডালে বাঁধো বাঁধো ঝুলনা (aji piyal dale badho badho jhulona)
আজি পিয়াল ডালে বাঁধো বাঁধো ঝুলনা।
পর ধানী শাড়ি, মেঘ-রঙ ওড়না॥
জলদ-তাল বাজে শ্রাবণ-মেঘে
তরুরে জড়ায়ে দোলে বন-লতা পবন বেগে
মনের মাঝে দোলে মিলন-বিরহ-দোলনা॥
শান্ত আকাশে আজি বেদনা ঘনায়
কত কি বলিতে চায় শ্রাবণ-ধারায়,
(তার) তবু মনের কথা বলা হ’ল না॥
তমাল-কুঞ্জে চল চল দুলিতে,
গাহ ঝুলনের গান ব্রজ-বুলিতে,
আজি আসে মনে বৃন্দাবনের তুলনা॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে জানা যায় না। ১৯৩৮ খ্রিষ্টাব্দের আগস্ট
(শ্রাবণ-ভাদ্র ১৩৪৫) মাসে টুইন রেকর্ড কোম্পানি থেকে গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩৯ বৎসর ২ মাস।
- রেকর্ড: টুইন [আগষ্ট ১৯৩৮ (শ্রাবণ-ভাদ্র ১৩৪৫) এফটি ১২৪৯০। শিল্পী: বীণা দত্ত ও ভক্তিরঞ্জন রায় [শ্রবণ নমুনা]
- বেতার: হিন্দোলা। গীতানুষ্ঠান। কলকাতা বেতার কেন্দ্র-ক। সান্ধ্য অনুষ্ঠান। [১৩ আগষ্ট ১৯৪০ খ্রিষ্টাব্দ (মঙ্গলবার ২৮ শ্রাবণ ১৩৪৭)] সন্ধা: ৮.০০-৮.৩৯।
- সুরকার: সুবল দাশগুপ্ত
- স্বরলিপিকার ও স্বরলিপি:
- এস.এম. আহসান মুর্শেদ । নজরুল সঙ্গীত স্বরলিপি (৩৬শ খণ্ড) [আষাঢ়, ১৪২১ বঙ্গাব্দ/ জুন, ২০১৪। নজরুল ইন্সটিটিউট, ঢাকা]। [নমুনা]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ভক্তি [হিন্দু, ঝুলন-সঙ্গীত]
- তাল: কাহারবা
- গ্রহস্বর: সা
সূত্র:
- বেতারজগৎ। ১১শ বর্ষ, ১৫শ সংখ্যা। পৃষ্ঠা: ৮৩৫
- The Indian-listener 1940, Vol V, No 15. page 1181