আজি মধুর গগন মধুর পবন মধুর ধরতীধাম (aji modhur gogon pobon modhur dhorotidham)
আজি মধুর গগন মধুর পবন মধুর ধরতীধাম
আয়ে ব্রিজমে ঘনশ্যাম।
বাজত বনমে মধুর মুরলী বোলাতা রাধা নাম
আয়ে ব্রিজমে ঘনশ্যাম॥
আজ থির যমুনা আধীর ভায়ি
আয়ে গোকুলকে চাঁদ অন্ধেরি গ্যয়ি,
বোলে কোয়েলিয়া ময়ূর পাপিহা পিয়া পিয়া অবিরাম॥
ব্রিজকে কোঁয়ারি বনকে যোগিনী রোতি থী বিরহ মে,
আজ লেকে গাগরি ওড়ে নীল শাড়ি চলে ফের নীর ভরণে।
আজ হরিকে সাথ হরিভি আয়ে
রাঙা আবিরমে গোকুল ছায়ে,
বনশী বাজাওয়ে রসিয়া গারে বিভোর ব্রিজধাম॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৭ খ্রিষ্টাব্দের মার্চ (ফাল্গুন-চৈত্র ১৩৪৩) মাসে এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩৭ বৎসর ৯ মাস।
- রেকর্ড: এইচএমভি। মার্চ ১৯৩৭ (ফাল্গুন-চৈত্র ১৩৪৩)। এন ৯৮৬১। গিরীন চক্রবর্তী [শ্রবণ নমুনা] [জ্ঞান শংকর পাল (শ্রবণ নমুনা)]
- স্বরলিপি ও স্বরলিপিকার: আহসান মুর্শেদ [নজরুল সঙ্গীত স্বরলিপি, একচল্লিশতম খণ্ড, অগ্রহায়ণ ১৪২৪] ২ সংখ্যক গান। পৃষ্ঠা: ২০-২৪ [নমুনা]
- সুরকার: গিরীন চক্রবর্তী
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ধর্মসঙ্গীত [সনাতন হিন্দু ধর্ম, বৈষ্ণব সঙ্গীত]
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্যের গান।
- তাল: দাদরা
- গ্রহস্বর: পা