আজি মিলন বাসর প্রিয়া হের মধুমাধবী নিশা (aji milon bashor priya her modhumadhobi nisha)

পুরুষ :     আজি মিলন বাসর প্রিয়া হের মধুমাধবী নিশা।
স্ত্রী :         কত জনম অভিসারে শেষে প্রিয় পেয়েছি তব দিশা॥
পুরুষ :     সহকার-তরু হের দোলে মালতী লতায় লয়ে বুকে,
স্ত্রী :         মাধবী কাঁকন পরি' দেওদার তরু দোলে সুখে।
পুরুষ :     হায় প্রাণ কানায় কানায় আজি পুরে
স্ত্রী :         প্রাণ কানায় কানায় আজি পুরে
পুরুষ :     হিয়া আবেশ-পুলক-মিশা
স্ত্রী :         হিয়া আবেশ-পুলক-মিশা॥
পুরুষ :     শরাব রঙের শাড়ি পরেছে চাঁদনি রাতি
স্ত্রী :         চাঁদে ও তারাতে আজি মিলনের মাতামাতি
পুরুষ :     হের জোয়ার-উতলা সিন্ধু পূর্ণিমা-চাঁদেরে পেয়ে'
স্ত্রী :         কোন দূর অতীত স্মৃতি মম প্রাণে-মনে ওঠে ছেয়ে।
পুরুষ :     আজি মিলন-ঘন মেঘলোকে
স্ত্রী :         আজি মিলন-ঘন মেঘলোকে
পুরুষ :     প্রিয়া মিটিবে মরু-তৃষা
স্ত্রী :         প্রিয় মিটিবে মরু-তৃষা॥
দ্বৈত :       প্রিয় মিটিবে মরু-তৃষা॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৩ খ্রিষ্টাব্দের আগস্ট (শ্রাবণ-ভাদ্র ১৩৪০) মাসে এইচএমভি রেকর্ড কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে। এই সময় নজরুলের বয়স ছিল ৩৪ বৎসর ২ মাস।
     
  • গ্রন্থ:
    • গীতি-শতদল
      • প্রথম সংস্করণ [বৈশাখ ১৩৪১। এপ্রিল ১৯৩৪। গীতি-শতদল-৯০। দ্বৈত গান]
      • নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংকলন। পঞ্চম খণ্ড। বাংলা একাডেমী। ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১। গীতি-শতদল। গান সংখ্যা ৫০। দ্বৈত গান। পৃষ্ঠা: ৩৩৬।
  • রেকর্ড: এইচএমভি। আগষ্ট ১৯৩৩ (শ্রাবণ-আশ্বিন ১৩৪০)। এন ৭১৩৩। ধীরেন দাস ও মিস্ বীণাপাণি]  [শ্রবণ নমুনা]
  • স্বরলিপিকার ও স্বরলিপি: সুধীন দাশ। [নজরুল-সঙ্গীত স্বরলিপি, দ্বাদশ খণ্ড। প্রথম সংস্করণ। নজরুল ইন্সটিটিউট আশ্বিন ১৪০৪/অক্টোবর ১৯৯৩। পৃষ্ঠা: ১-৫।] [নমুনা]
     
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: প্রেম
    • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।