আজো কাঁদে কাননে কোয়েলিয়া (ajo kade kanoe koyelia)

আজো কাঁদে কাননে কোয়েলিয়া।
চম্পা কুঞ্জে আজো গুঞ্জে ভ্রমরা, কুহরিছে পাপিয়া॥
প্রেম-কুসুম শুকাইয়া গেল হায়,
প্রাণ-প্রদীপ মোর হের গো নিভে যায়,
                        বিরহী এসো ফিরিয়া॥
তোমারি পথ চাহি হে প্রিয় নিশিদিন
মালার ফুল মোর ধূলায় হ’ল মলিন
                        জনম গেল ঝুরিয়া॥

  • রচনাকাল: গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না।
     
  • ভাবসন্ধান: এটি প্রেম পর্যায়ের বিরহ উপবিভাগের অন্তর্গত গান। গানের স্থায়ী অংশ থেকে মনে হয়, কোনো এক সময় কোনো এক নারীর প্রণয়ী তাঁকে ছেড়ে চলে গিয়েছেলেন। সেই থেকে তাঁর বিরহিণী মন, প্রেমাকাঙ্ক্ষী কোকিলের মতো কাননে কাননে বেদনাবিধূর ক্রন্দনে বেদনার্ত করে চলেছে। সেই ব্যর্থ প্রণয়ের অনুরণন, মনোলোকের চম্পা-কুঞ্জে যেন ভ্রমরের মতো গুঞ্জন করে চলেছে, আর্তনাদ করে ফিরছে মনের প্রণয়-পাপিয়া।

    দীর্ঘ বিরহে প্রণয়িণীর প্রেম-কুসুম শুকিয়ে গেছে, সেই সাথে প্রণয়-প্রত্যাশিণী নারীর প্রেমের মৃত্যু ঘটছে নীরবে। তাই প্রণয়ীর উদ্দেশে তাঁর সকাতর আহ্বান, 'বিরহী এসো ফিরিয়া'। প্রেমিককে ফিরে পাওয়ার প্রত্যশায় বিরহিণীর দীর্ঘ দুঃসময়ের দিবারাত্রি অতিবাহিত হয়। কিন্তু এই অপেক্ষার অবসান হয় না। তাই বিরহিণীর সপ্রেম মিলনের কাঙ্ক্ষিত স্বপ্নের প্রেম-মুকুল, ঝরে পরে নীরবে।

     
  •  গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১০৫২]
  •  স্বরলিপিকার:  কমল দাশগুপ্তনজরুল সুরলিপি, অষ্টম খণ্ড। [নজরুল একাডেমী, ফেব্রুয়ারি ১৯৮৬]। ১৫ সংখ্যক গান। পৃষ্ঠা: ৩৫-৩৬]। [নমুনা]
     
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: প্রেম
    • সুরাঙ্গ: খেয়ালাঙ্গ
    • গ্রহস্বর: হ্ম

 

 

 

 

 

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।