আজো বোলে কোয়েলিয়া (ajo bole koyelia)
রাগ: সিন্ধুড়া/বারোয়াঁ, তাল: ত্রিতাল
আজো বোলে কোয়েলিয়া
চাঁপাবনে প্রিয় তোমারি নাম গাহিয়া॥
তব স্মৃতি ভোলেনি চৈতালি সমীরণ,
আজো দিকে দিকে খুঁজে ফেরে কাঁদিয়া॥
নিশীথের চাঁদ আজো জাগে
ওগো চাঁদ, তব অনুরাগে।
জল ধারা উথলে যমুনার সৈকতে
খোঁজে তরুলতা ফুল আঁখি মেলিয়া॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৯ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর (ভাদ্র-আশ্বিন ১৩৪৬) মাসে, এইচএমভি এই গানটির প্রথম রেকর্ড প্রকাশ করেছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪০ বৎসর ৩ মাস।
- রেকর্ড: এইচএমভি [সেপ্টেম্বর ১৯৩৯ (ভাদ্র-আশ্বিন ১৩৪৬)। এন. ১৭৩৪৬। শিল্পী: কুমারী দীপালি তালুকদার (ডলি)। রাগ: সিন্ধুরা তাল: ত্রিতাল। [শ্রবন নমুনা]
- স্বরলিপিকার ও স্বরলিপি:
- সুধীন দাশ ও সেলিনা হোসেন। নজরুল সঙ্গীত স্বরলিপি (৩৭শ খণ্ড)। দ্বিতীয় মুদ্রণ [নজরুল ইন্সটিটিউট। পৌষ, ১৪২১ বঙ্গাব্দ/ জানুয়ারি, ২০১৫ খ্রিষ্টাব্দ]। ১ম গান। [নমুনা]
- পর্যায়: