আজো হেথা তেমনি ধারা বাজে। (ajo hetha temoni dhara baje)

    নাটিকা : ‘মীরাবাঈ’
আজো হেথা তেমনি ধারা বাজে শ্যামের বাঁশরি।
আজো হেথা নিশীথরাতে কুঞ্জে আসে কিশোরী॥
বাঁশির তানে শ্রীযমুনা তেমনি উজান বয়
গোঠে গিয়ে বৎস ধেনু ঊর্ধ্বমুখী রয়।
কে বলে শ্যাম চ’লে গেছে
যায়নি ব্রজেই কানু আছে
সে কিরে সই থাকতে পারে বৃন্দাবন পাসরি॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৩ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর মাসে (ভাদ্র-আশ্বিন ১৩৪০)  এইচএমভি রেকর্ড কোম্পানি যোগেশ চৌধুরী 'মীরাবাঈ' নাটক প্রকাশ করে। এই নাটকে গানটি এই নাটকের মীরা চরিত্রের গান হিসেবে প্রথম প্রচারিত হয়। এই সময় নজরুলের বয়স ছিল ৩৪ বৎসর ৩ মাস।
     
  • রেকর্ড: এইচএমভি [সেপ্টেম্বর ১৯৩৩ (ভাদ্র-আশ্বিন ১৩৪০)। এন ৭১৪৫। নাটক মীরাবাঈ নাট্যকার: যোগেশ চৌধুরী।  সমবেত কণ্ঠে গীত।
  • গ্রন্থ:
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ২৫০৫। নাটিকা : ‘মীরাবাঈ’। পৃষ্ঠা: ৭৭২]
    • নজরুল সঙ্গীত স্বরলিপি চুয়াল্লিশততম খণ্ড। স্বরলিপিকার: ইদ্‌রিস আলী। [স্বরলিপি নজরুল ইন্সটিটিউট কর্তৃক প্রকাশিত। আষাঢ় ১৪২৪/জুন ২০১৮] পৃষ্ঠা: ৩২-৩৪। [নমুনা]
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: ভক্তি [সনাতন হিন্দু ধর্ম। বৈষ্ণব] নাট্যগীতি [মীরাবাঈ]
    • সুরাঙ্গ: ভজন
    • তাল: দাদরা
    • গ্রহস্বর: গা

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।