আধো আধো বোল্ লাজে-বাধো-বাধো বোল (adho adho bol laje-badho-badho bol)
আধো আধো বোল্ লাজে-বাধো-বাধো বোল
ব'লো কানে কানে।
যে কথাটি আধো রাতে মনে লাগায় দোল
ব'লো কানে কানে॥
যে কথার কলি সখি আজও ফুটিল না, হায়
শরমে মরম-পাতে দোলে আন্মনা, হায়
যে কথাটি ঢেকে রাখে বুকের আঁচল
ব'লো কানে কানে॥
যে কথা লুকায়ে থাকে লাজ-নত চোখে
না বলিতে যে কথাটি জানাজানি লোকে
যে কথাটি ধ’রে রাখে অধরের কোল
লুকিয়ে ব’লো নিরালায় থামিলে কলরোল।
যে কথাটি বলিতে চাও বেশভূষার ছলে
যে কথা দেয় ব'লে তব তনু পলে পলে
যে কথাটি বলিতে সই গালে পড়ে টোল্ ─
ব'লো কানে কানে॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। 'বুলবুল' পত্রিকার বুলবুল [বৈশাখ ১৩৪১ (এপ্রিল-মে ১৯৩৪ খ্রিষ্টাব্দ) সংখ্যায় গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৪ বৎসর ১১ মাস।
- গ্রন্থ:
- গানের মালা
- প্রথম সংস্করণ [আশ্বিন ১৩৪১ বঙ্গাব্দ (সেপ্টেম্বর-অক্টোবর ১৯৩৪ খ্রিষ্টাব্দ)। ২। ভৈরবী-পিলু- কার্ফা
- সুরলিপি। [১৬ আগষ্ট ১৯৩৪ (বুধবার, ৩১ শ্রাবণ ১৩৪২)]। জগৎঘটক-কৃত স্বরলিপি। প্রকাশক: নজরুল ইসলাম
- গানের মালা
- রেকর্ড:
- এইচএমভি [নভেম্বর ১৯৩৪(কার্তিক-অগ্রহায়ণ ১৩৪১)। এন ৭৩০১। শিল্পী: কমল দাশগুপ্ত। সুর: কমল দাশগুপ্ত। [শ্রবণ নমুনা]
- এইচএমভি[সেপ্টেম্বর ১৯৪৯ (ভাদ্র-আশ্বিন ১৩৫৬)] এন ৩১১০৪। শিল্পী:। বেচু দত্ত। সুর: নিতাই ঘটক [শ্রবণ নমুনা]
- বেতার: গুল্বাগিচা (গজল-গীতিচিত্র)। কলকাতা বেতার কেন্দ্র। [১৯৪০ খ্রিষ্টাব্দের ১৪ ডিসেম্বর (শনিবার ২৮ অগ্রহায়ণ ১৩৪৭)] তৃতীয় অধিবেশন। সময়: রাত ৮টা থেকে ৮.২৯ মিনিট।
- সূত্র:
- বেতার জগৎ। ১১শ বর্ষ, ২৩ সংখ্যা। ১লা ডিসেম্বর ১৯৪০। পৃষ্ঠা: ১২৮৫
- সূত্র:
- সুরকার:
- নজরুল ইসলাম [ সুরলিপ। জগৎঘটক।-কৃত স্বরলিপি]
- কমল দাশগুপ্ত [এইচএমভি রেকর্ড। এন ৭৩০১। শিল্পী: কমল দাশগুপ্ত]
- নিতাই ঘটক [এইচএমভি রেকর্ড। এন ৩১১০৪। শিল্পী:। বেচু দত্ত]
- স্বরলিপি ও স্বরলিপিকার:
- জগৎ ঘটক। সুরলিপি। নজরুল ইন্সটিটিউট, ঢাকা। ১৪১০ বঙ্গাব্দ আগষ্ট, ২০০৩। [নমুনা]
- আহসান মুর্শেদ [নজরুল-সঙ্গীত স্বরলিপি, তেত্রিশতম খণ্ড, (নজরুল ইন্সটিটিউট, আষাঢ় ১৪১৭। জুন ২০১০)। ১৯ সংখ্যক গান। রেকর্ডে কমল দাশগুপ্ত-এর গাওয়া সুরানুসারে স্বরলিপি করা হয়েছে। পৃষ্ঠা: ৬৫-৬৭] [নমুনা]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: প্রেম
- সুরাঙ্গ: কাওয়ালি অঙ্গ
- রাগ: পিলু-ভৈরবী
- তাল:
- ২।২ মাত্রা ছন্দের তাল। [আহসান মুর্শেদ]
- কাহারবা
- গ্রহস্বর:
- পা [আহসান মুর্শেদ]
- সপপা [জগৎ ঘটক]