আধো রাতে যদি ঘুম ভেঙে যায়, চাঁদ নেহারিয়া প্রিয় (adho rate jodi ghum bhenge jay, chad neharia priyo)

আধো রাতে যদি ঘুম ভেঙে যায়, চাঁদ নেহারিয়া প্রিয়
         মোরে যদি মনে পড়ে, বাতায়ন বন্ধ করিয়া দিও॥
                    সুরের ডুরিতে জপমালা সম
                    তব নাম গাঁথা ছিল প্রিয়তম,
         দুয়ারে ভিখারি গাহিলে সে গান, তুমি ফিরে না চাহিও॥
         অভিশাপ দিও,বকুল-কুঞ্জে যদি কুহু গেয়ে ওঠে,
         চরণে দলিও সেই যুঁই গাছে আর যদি ফুল ফোটে।
                    মোর স্মৃতি আছে যা কিছু যেথায়
                    যেন তাহা চির-তরে মুছে যায়,
(মোর)  যে ছবি ভাঙিয়া ফেলেছ ধূলায় (তারে) আর তু’লে নাহি নিও॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪৩ খ্রিষ্টাব্দের ২৪ ডিসেম্বর (শুক্রবার ৮ পৌষ ১৩৫০), শৈলজানন্দের পরিচালিত ' শহর থেকে দূরে' ছবিটি মুক্তি পায়। গানটির প্রচার-পুস্তিকায় গানটির উল্লেখ থাকলেও চলচ্চিত্রে গানটি বাদ দেওয়া হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪৪ বৎসর ৭ মাস।
     
  • গ্রন্থ:
    • নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০১৮। গান ১০৫৬। পৃষ্ঠা ৩২৩]
    • বুলবুল দ্বিতীয় খণ্ড
      • প্রথম সংস্করণ [১১ জ্যৈষ্ঠ ১৩৫৯ বঙ্গাব্দ (রবিবার ২৫ মে ১৯৫২) ]
      • নজরুল রচনাবলী ষষ্ঠ খণ্ড [জ্যৈষ্ঠ ১৪১৯, জুন ২০১২। বুলবুল দ্বিতীয় খণ্ড। ৬৪। পৃষ্ঠা ২৮৬]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।