অতিথি এসেছে এক মোদের কুটিরে।(otithi esheche ek moder kutire)

কর্ণ :   অতিথি এসেছে এক মোদের কুটিরে।
          মনে হয় এসেছেন, মোরে ছলিবারে॥
                 শিশু মাংস খেতে চাই,
                 শোকে দুখ ত্যাজি তাই,
          চল মোরা দোঁহে যাই, বধি বৃষকেতুরে॥
রানী :   একি কথা! মহারাজ, তাই কভু হয়।
          পুত্র বধে পিতামাতা, অসম্ভব নিশ্চয়॥
                 নরমাংস দ্বিজে খাবে,
                 শুনেছে কে কোথা কবে,
          অসম্ভব, অসম্ভব, অসম্ভব নিশ্চয়॥

রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
গ্রন্থ:

১. লেটো গান। পালা: ' কর্ণ বধ'।
২. নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০১৮। গান সংখ্যা ২৯৫২]


সূত্র:

দুখুমিয়ার লেটোগান, সংগ্রহ ও সম্পাদনা : মুহম্মদ আয়ুব হোসেন, বিশ্বকোষ পরিষদ, কলকাতা, ২০০৩।

নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২)।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।