আন্ গোলাপ-পানি, আন্ আতরদানি গুলবাগে (an golap-pani, an atordani gulbage)

আন্ গোলাপ-পানি, আন্ আতরদানি গুলবাগে।
সহেলি গো কিছু নাহি ভালো লাগে
বেদু্ঈন ছেলের বাঁশি কারে ডাকে
                        কেঁদে’ কেঁদে’ অনুরাগে॥
        মরুযাত্রীদের উটের সারি
        যেমন চাহে তৃষার বারি
তেমনি মম পিয়াসি পরান যেন কার 

                        প্রেম-অমৃত বারি মাগে॥
চাঁদের পিয়ালাতে জোছনা-শিরাজি ঝ’রে যায়
আমারি হৃদয় কেন গো সে-মধু নাহি পায়,
হায়, হায়, বাদাম গাছের আঁধার বনে
নিঃশ্বাস ওঠে যেন বুল্‌বুলির শিসের সনে,
বিরহী মোর কোথায় কাঁদে কোন্ মদিনাতে 

ফোরাত নদীর রোদন সম বুকে ঢেউ জাগে॥

১. স্রোতের

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪১ খ্রিষ্টাব্দের ২৪ মে (শনিবার ১০ জ্যৈষ্ঠ ১৩৪৮) কলকাতা বেতারকেন্দ্র থেকে কাজী নজরুল ইসলামের রচিত ও পরিচালিত 'কাফেলা' গীতি-আলেখ্য প্রচারিত হয়েছিল। এই গীতি-আলেখ্যের গান হিসেবে এই অনুষ্ঠানে প্রচারিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪১ বৎসর ১১ মাস।
  •  
  • গ্রন্থ: নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০১৮। গান ১০৫৯। পৃষ্ঠা ৩২৪]
     
  • বেতার: সঙ্গীতালেখ্য: 'কাফেলা' [২৪ মে ১৯৪১ (শনিবার ১০ জ্যৈষ্ঠ ১৩৪৮)] রাত্রি ৮টা থেকে ৮.৩৯টা পর্যন্ত।
    [সূত্র: বেতার জগতের ১২শ বর্ষ, ১০ম সংখ্যায় [২৪ মে ১৯৪১ (শনিবার ১০ জ্যৈষ্ঠ ১৩৪৮). পৃষ্ঠা: ৫৭৬ ]

     
  • রেকর্ড: হিন্দুস্থান [জুন ১৯৪১ (জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৪৮)। শিল্পী: দীপ্তি বসু। সুর নজরুল। টেস্ট কপি এসএসবি ২৯৮৬]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।