আন্ গোলাপ-পানি, আন্ আতরদানি গুলবাগে (an golap-pani, an atordani gulbage)
আন্ গোলাপ-পানি, আন্ আতরদানি গুলবাগে।
সহেলি গো কিছু নাহি ভালো লাগে
বেদু্ঈন ছেলের বাঁশি কারে ডাকে
কেঁদে’ কেঁদে’ অনুরাগে॥
মরুযাত্রীদের উটের সারি
যেমন চাহে তৃষার বারি
তেমনি মম পিয়াসি পরান যেন কার ─
প্রেম-অমৃত বারি মাগে॥
চাঁদের পিয়ালাতে জোছনা-শিরাজি ঝ’রে যায়
আমারি হৃদয় কেন গো সে-মধু নাহি পায়,
হায়, হায়, বাদাম গাছের আঁধার বনে
নিঃশ্বাস ওঠে যেন বুল্বুলির শিসের সনে,
বিরহী মোর কোথায় কাঁদে কোন্ মদিনাতে ─
ফোরাত নদীর রোদন১ সম বুকে ঢেউ জাগে॥
১. স্রোতের
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪১ খ্রিষ্টাব্দের ২৪ মে (শনিবার ১০ জ্যৈষ্ঠ ১৩৪৮) কলকাতা বেতারকেন্দ্র থেকে কাজী নজরুল ইসলামের রচিত ও পরিচালিত 'কাফেলা' গীতি-আলেখ্য প্রচারিত হয়েছিল। এই গীতি-আলেখ্যের গান হিসেবে এই অনুষ্ঠানে প্রচারিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪১ বৎসর ১১ মাস।
- গ্রন্থ: নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০১৮। গান ১০৫৯। পৃষ্ঠা ৩২৪]
- বেতার: সঙ্গীতালেখ্য: 'কাফেলা' [২৪ মে ১৯৪১ (শনিবার ১০ জ্যৈষ্ঠ ১৩৪৮)] রাত্রি ৮টা থেকে ৮.৩৯টা পর্যন্ত।
[সূত্র: বেতার জগতের ১২শ বর্ষ, ১০ম সংখ্যায় [২৪ মে ১৯৪১ (শনিবার ১০ জ্যৈষ্ঠ ১৩৪৮). পৃষ্ঠা: ৫৭৬ ]
- রেকর্ড: হিন্দুস্থান [জুন ১৯৪১ (জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৪৮)। শিল্পী: দীপ্তি বসু। সুর নজরুল। টেস্ট কপি এসএসবি ২৯৮৬]