আনারকলি! আনারকলি! (anarkoli ! anarkoli!)

আনারকলি! আনারকলি!
স্বপ্নে দেখে' কোন্ ডালিম-কুমারে
এসেছিলে রেবা ঝিলামের 'পারে,
দিতে তব রাঙা হৃদয়ের অঞ্জলি॥
মরুর মণিকা বাদশাহী নওরোজে
এসেছিলে কোন্ হারানো হিয়ার খোঁজে,
তব রূপ হেরি' হেরেমের দীপ-মালা উঠেছিল চঞ্চলি'॥
পতঙ্গ সম পাপড়ির পাখা মেলি' আনারকলি গো ─
সেলিমের অনুরাগ-মোমের প্রদীপে পড়িলে ঢলি' গো ─
মিলায়েছে মাটিতে মোগলের মসনদ, আনারকলি।
তুমি আজো দুলিতেছ ফুলের হাসিতে
বিরহীর বাঁশিতে, আনারকলি;
তব জীবন্ত সমাধির বিগলিত পাষাণে
আজও প্রেম-যমুনার ঢেউ ওঠে উথলি'॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। কাজী নজরুল ইসলাম ১৯৪১ খ্রিষ্টাব্দের শুরুর দিকে, ভারতের মুসলিম শাসনামলের প্রখ্যাত মুসলিম নারীকে নিয়ে একটি গীতি আলেখ্য রচনার উদ্যোগ নিয়েছিলেন। এই পর্যায়ে পাঁচজন নারীকে নিয়ে তিনি যে গীতি আলেখ্যটি রচনা করেন, তার নাম দেন 'পঞ্চাঙ্গনা'। তাঁর রচিত ও সুরারোপিত এই পাঁচটি গানের সমন্বয়ে এই গীতি-নক্‌শাটি কলকাতা বেতার কেন্দ্র থেকে প্রচারিত হয় ১৯৪১ খ্রিষ্টাব্দের ২৩শে আগষ্ট  (শনিবার,৭ ভাদ্র ১৩৪৮)। সময় ছিল রাত ৮টা থেকে ৮-২৪ মিনিট পর্যন্ত। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৪২ বৎসর ৩ মাস।  
     
  • গ্রন্থ:
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইন্সটিটিউট। ফেব্রুয়ারি ২০১২)। ১০৫৮ সংখ্যক গান। পৃষ্ঠা: ৩২৪। 
    • নজরুল সুরলিপি, অষ্টম খণ্ড (নজরুল একাডেমী। ফেব্রুয়ারি ১৯৮৬)। ৩৩ সংখ্যক গান। কাহারবা। পৃষ্ঠা: ৮৩-৮৫ [নমুনা]
    • নজরুল সুরলিপি, অষ্টম খণ্ড (নজরুল একাডেমী। ফেব্রুয়ারি ১৯৮৬)। ৩৩ সংখ্যক গান। কাহারবা। পৃষ্ঠা: ৮৩-৮৫।  [নমুনা]
    • নজরুল গীতি, অখণ্ড (আব্দুল আজীজ আল-আমান, সম্পাদিত)। (হরফ প্রকাশনী। জানুয়ারি ২০০৪)। কাব্য-গীতি। গান: ৪৩। পৃষ্ঠা: ১৩।
    • বুলবুল দ্বিতীয় খণ্ড
      • প্রথম সংস্করণ [১১ জ্যৈষ্ঠ ১৩৫৯ বঙ্গাব্দের (রবিবার ২৫ মে, ১৯৫২)]
      • নজরুল রচনাবলী ষষ্ঠ খণ্ড [জ্যৈষ্ঠ ১৪১৯, জুন ২০১২। বুলবুল দ্বিতীয় খণ্ড। ৯৮ । পৃষ্ঠা ৩০৪]
    • পঞ্চাঙ্গনা। নজরুল রচনাবলী অষ্টম খণ্ড [বাংলা একাডেমী। ১২ ভাদ্র ১৪১৫, ২৭ আগষ্ট ২০০৮। গান ৪। পৃষ্ঠা: ২৪২ নজরুল রচনাবলী অষ্টম খণ্ড [বাংলা একাডেমী। ১২ ভাদ্র ১৪১৫, ২৭ আগষ্ট ২০০৮। গান ৪। পৃষ্ঠা: ২৪১]
  • বেতার:
    • পঞ্চাঙ্গনা (গীতি-আলেখ্য)। কলকাতা বেতারকেন্দ্র। তৃতীয় অধিবেশন। [২৩ আগষ্ট ১৯৪১ খ্রিষ্টাব্দ (শনিবার,৭ ভাদ্র ১৩৪৮)। রাত ৮টা থেকে ৮-২৯ মিনিট। সুর: নজরুল ইসলাম।
      • [সূত্র: বেতার জগৎ। ১২শ বর্ষ, ১৬শ সংখ্যা। ১৬ আগষ্ট ১৯৪১। পৃষ্ঠা: ৯৫৮]
  • পরিতোষ মণ্ডল [শ্রবণ নমুনা]  । [জয়েৎ কল্যাণ (শ্রবণ নমুনা)] [ছন্দা চক্রবর্তী (শ্রবণ নমুনা)]
  • পত্রিকা: গুলিস্তাঁ [মাঘ ১৩৫১ বঙ্গাব্দ (ফেব্রুয়ারি-মার্চ ১৯৪৫)]
  • সুরকার:
    • কাজী নজরুল ইসলাম। [নজরুল যখন বেতারে। আসাদুল হক, মার্চ ১৯৯৯]
    • কমল দাশগুপ্ত। [নজরুল স্বরলিপি, পঞ্চদশ খণ্ড (হরফ প্রকাশনী। জানুয়ারি ২০০৭)]
  • স্বরলিপি ও স্বরলিপিকার: কমল দাশগুপ্ত। নজরুল সুরলিপি, অষ্টম খণ্ড (নজরুল একাডেমী। ফেব্রুয়ারি ১৯৮৬)। ৩৩ সংখ্যক গান। কাহারবা। পৃষ্ঠা: ৮৩-৮৫ [নমুনা]
  • পর্যায়
    • বিষয়াঙ্গ: প্রশস্তি [পঞ্চাঙ্গনা গীতি-আলেখ্য]
    • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্যের গান
    • তাল: কাহারবা
    • গ্রহস্বর: র্স

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।