আবার কেন আগের মত অমন চোখে চাও (abar keno ager moto omon chokhe chao)
আবার কেন আগের মত অমন চোখে চাও
যে বিরহ গেছি ভুলে’, ভুলতে তারে দাও॥
শান্ত উদাস আমার আকাশ
নাই সেথা আর মেঘের আভাস,
নির্মল সে-আকাশ কেন বাদল-মেঘে ছাও॥
বিপুল ধরার দূর নিরালায়
একটুখানি পেয়েছি ঠাঁই,
নিঠুর, তুমি আবার আগুন জ্বেলো না সেথাও॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না। ১৯৩৬ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর (ভাদ্র-আশ্বিন ১৩৪৩) মাসে, টুইন রেকর্ড কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে। এই সময় নজরুলের বয়স ছিল ৩৭ বৎসর ৩ মাস।
- রেকর্ড
- টুইন [সেপ্টেম্বর ১৯৩৬ (ভাদ্র-আশ্বিন ১৩৪৩)]। এফটি ৪৫২৮। শিল্পী: দেবেন বিশ্বাস।
- ১৯৩৬ খ্রিষ্টাব্দের ১৮ সেপ্টেম্বর (শুক্রবার ২ আশ্বিন ১৩৪৩), রেকর্ড কোম্পানীর সঙ্গে কবির চুক্তিপত্র হয়। এই চুক্তিপত্রে গানটি ছিল।