আবার জাগ্ রে হলধর লাঙল ক’ষে ধর্ (abar jag re holdhor langol koshe dhor)
আবার জাগ্ রে হলধর লাঙল ক’ষে ধর্।
ধরার মতো ধরলে লাঙল, হবে তোদের সোনার ঘর॥
মাঠকে তোরা সার দিস্ নে, অসার হয়ে আছিস্ তাই
ক্ষেত যদি পায় খেতে, তবে তোদের খাওয়ার অভাব নাই,
মাঠের মাটি খুঁড়ে খুঁড়ে মাঠ উর্বর কর্॥
লাখ কোটি মণ ধান লুকিয়ে আছে রে তোর মাঠে
কেন তোদের দুঃখে জীবন কাটে?
মাঠকে শূন্য রাখিস্ নে ভাই, ফল ফসলে শ্যামল কর্॥
এই মাঠ আর মাটি তোদের দুধের কপিল গাই
মাটি তোদের মা, আর মাঠ আমাদের ভাই,
কাপাস বুনে এই মাটিতে দেশের কাপড় পর্॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
- গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ২৫১২। পৃষ্ঠা: ৭৭৪]