আবু আর হাবু দুই ভায়ে সদাই ভীষণ দ্বন্দ্ব (abu ar habu dui bhaye sodai bhison dondo)

আবু আর হাবু দুই ভায়ে সদাই ভীষণ দ্বন্দ্ব!
বোঝালে বোঝে না, এক ভাই কানা আর এক ভাই অন্ধ॥
হাবু বলে, 'আবু, বিশ্রী দেখায় শীগ্‌গির চাঁচ দাড়ি!'
আবু বলে, 'পারের টিকিট, টিকি কাট তাড়াতাড়ি!'
টিকি ও দাড়িতে চুলোচলি বাধে ট্রাম বাস হয় বন্ধ॥
হাবু বলে, 'আবু, তোর কি তাহাতে, বাঁচুক, মরুক তুর্কী
বেঁচে থাক তুই আর বেঁচে থাক তোর দর্গার মুর্গী!'
আবু বলে 'দাদা, মুর্গী বাঁচাতে ছুটি যে সমরকন্দ’॥
হাবু বলে, 'আবু, কাছা দে শীগ্‌গির!' আবু বলে, ‘ছাড় গামছা!'
হাবু আনে ছুটে- খুন্তি, আবু উঁচাইয়া ধরে চামচা।
আবু যায় চ’লে কাঁকিনাড়া, হাবু চ'লে যায় গোয়ালন্দ॥
আবু তেড়ে আসে লুঙি তুলে', হাবু বাগাইয়া ধরে কোঁচা,
আবু বের করে ছোরাছুরি, হাবু দেখায় বাঁশের খোঁচা।
হাবু বলে, 'দেবা ভুঁড়ি চাপা', আবু দেখায়, অর্দ্ধচন্দ্র॥
টিকি আর দাড়ি ছেড়ে আড়াআড়ি সহসা হইল দোস্ত
আবু খায় কিনে গোস্ত কাবার, হাবু খায় বড়ি পোস্ত,
হাতাহাতি ভুলে হাতে হাত দিয়ে দু ভায়ে করে আনন্দ॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৩ বঙ্গাব্দের নভেম্বর (কার্তিক-অগ্রহায়ণ ১৩৪০) মাসে, টুইন রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৪ বৎসর ৫ মাস।
     
  • রেকর্ড: এইচএমভি [নভেম্বর ১৯৩৩ (কার্তিক-অগ্রহায়ণ ১৩৪০)]। এন ৭১৬৫। শিল্পী: হরিদাস বন্দ্যপাধ্যায়
  • গ্রন্থ:
    • গীতি-শতদল
      • প্রথম সংস্করণ [বৈশাখ ১৩৪১। এপ্রিল ১৯৩৪। শিরোনাম: গোঁড়া ও পাতি]।
      • নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংকলন। পঞ্চম খণ্ড। বাংলা একাডেমী। ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১।  গীতি-শতদল। গান সংখ্যা ১০০। শিরোনাম: গোঁড়া ও পাতি। পৃষ্ঠা ৩৪৪-৩৪৫-২৯২]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।