আমরা নীচে পড়ে রইব না আর শোন রে ও ভাই জেলে, (amra niche pore roibo na ar shon re o bhai jele)

  আমরা নীচে পড়ে রইব না আর শোন রে ও ভাই জেলে,
                                            এবার উঠব রে সব ঠেলে।
          ঐ বিশ্ব-সভায় উঠল সবাই রে, ঐ মুটে-মজুর হেলে।
                                            এবার উঠব রে সব ঠেলে॥
                    আজ সবার গায়ে লাগছে ব্যথা,
                    সবাই আজি কইছে কথা রে,
          আমরা এমনি মরা কই নে কিছু মড়ার লাথি খেলে।
                                            এবার উঠব রে সব ঠেলে।
          হায় ভাইরে, মোদের ঠাঁই দিল না আপন মাটির মায়ে,
          তাই জীবন মোদের ভেসে বেড়ায় ঝড়ের মুখে নায়ে।
                    ও ভাই নিত্য-নূতন হুকুম জারি
                    করছে তাই সব অত্যাচারী রে
তারা    বাজের মতন ছোঁ মেরে খায় আমরা মৎস্য পেলে।
                                        এবার উঠব রে সব ঠেলে।

  • রচনাকাল ও স্থান:জেলেদের গান' শিরোনামে এই গানটি প্রকাশিত হয়েছিল লাঙল পত্রিকার ১২শ সংখ্যার (বৃহস্পতিবার, ৪ঠা চৈত্র ১৩৩২) ৩-৪ পৃষ্ঠায়। এই গানের নিচের রচনার স্থান ও তারিখ উল্লেখ ছিল- 'কৃষ্ণনগর/২৪শে ফাল্গুন ১৩৩২' [৮ মার্চ ১৯২৬]। রচনার তারিখ থেকে ধারণা করা যায়, গানটি মাদারীপুরে আয়োজিত অনুষ্ঠানের আগেই এই অনুষ্ঠানের জন্য কৃষ্ণনগরে রচনা করেছিলেন। এই সময় নজরুলের বয়স ছিল ২৬ বৎসর ১০ মাস।
     
  • গ্রন্থ: সর্বহারা প্রথম সংস্করণ [২৫ অক্টোবর ১৯২৬ (৮ কার্তিক ১৩৩৩) ধীবরের গান]
  • পত্রিকা: লাঙল [৪ঠা চৈত্র, ১৩৩২ বঙ্গাব্দ। শিরোনাম জেলেদের গান। পাদটীকায় মুদ্রিত "মাদারীপুরে নিখিল বঙ্গীয় ও আসাম প্রদেশীয় মৎসজীবী সম্মিলনীয় তৃতীয় অধিবেশনের উদ্বোধনী সঙ্গীত।"। রচনাকাল ও স্থান: কৃষ্ণনগর/২৪শে ফাল্গুন, ১৩৩২। পৃষ্ঠা ৩-৫।]

 

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।