আমরা যে ভাই হনুমারা, হনুর যম সবাই জানে। ( amra je bhai honumara , honur jom shobai jane)

আমরা যে ভাই হনুমারা, হনুর যম সবাই জানে।
হনু শিকার করে ফিরি, আমরা যখন যাই যেখানে॥
        হনুর উৎপাত যেখানে,
        আমরা সব যাই সেখানে,
তাক করি ধনুর্বাণে দমন করি হনুমানে॥
        জাল পেতে হনু ধরি
        আনন্দে নৃত্য করি,
এসো ভাই মোদের সাথে, হাসি খেলি গানে গানে॥

  • পাঠান্তর:

আমরা যে ভাই বানরমারা,
            বানরের যম সবাই জানে।
বানর শিকার ক'রে ফিরি,
            আমরা যখন যাই যেখানে॥
বানরের উৎপাত যেখানে,
আমরা সবাই যাই সেখানে,
তাক করি ধনুর্বাণে
            দমন করি পাপী জনে॥

[কবির বাল্যরচনা। বিশ্বনাথ দে [শতকথায় নজরুল। কল্যাণী কাজী সম্পাদিত। সাহিত্যম। কলকাতা। প্রথম প্রকাশ: মহালয়া ১৪০৫। শিরোনাম: 'চাষার সং-এর একটি চাষীর গান'। পৃষ্ঠা: ৫২।]

  • রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
     
  • গ্রন্থ:
    • দুখুমিয়ার লেটো গান। সাধারণ সং। চাষার সং। কৃষিক্ষেত। তৃতীয় দৃশ্যান্তর। প্রথম গান। হনুমারার গান। সংকলক ওসম্পাদক: মুহম্মদ আয়ুব হোসেন। বিশ্বকোষ পরিষদ। নজরুল ফাউন্ডেশন। ১৯ অগ্রহায়ণ ১৪১০, ৬ ডিসেম্বর ২০০৩। পৃষ্ঠা: ২০১-২০২।
    • নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। গান সংখ্যা ২৭৬১]
  • বিষয়াঙ্গ: 'চাষার সং' পালার পঞ্চম গান। ভণিতা নাই।

 

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।