আমায় আঘাত যত হান্বি শ্যামা ডাকব তত তোরে (amay aghat joto hanbi shyama dakbo toto tore)
আমায় আঘাত যত হান্বি শ্যামা ডাকব তত তোরে।
মায়ের ভয়ে শিশু যেমন লুকায় মায়ের ক্রোড়ে॥
ওমা চারধারে মোর দুখের পাথার
তুই পরখ্ কত করবি মা আর,
আমি জানি তবু পার হ’ব মা চরণতরী ধ’রে॥
আমি ছাড়বো না তোর নামের ধেয়ান বিশ্বভুবন পেলে,
আমায় দুঃখ দিয়ে নাম ভুলাবি, নই মা তেমন ছেলে।
আমায় দুঃখ দেওয়ার ছলে
তুই স্মরণ করিস পলে পলে,
আমি সেই আনন্দে দুখের অসীম-সাগর যাব ত’রে॥
- পত্রিকা: প্রবর্তক। বৈশাখ ১৩৪২ (এপ্রিল-মে ১৯৩৫)।
- রেকর্ড: টুইন। নভেম্বর ১৯৩৯ (কার্তিক-অগ্রহায়ণ ১৩৪৬)। এফটি ১৩০৬৩। মতিলাল দত্ত
- গ্রন্থ:
- নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১০৬৭। পৃষ্ঠা: ৩২৬]
- নজরুলের হারানো গানের খাতা [নজরুল ইনস্টিটিউট, ঢাকা। আষাঢ় ১৪০৪/জুন ১৯৯৭। গান সংখ্যা ১৩৯। for Mati lall Dutt (HMV) ভজন। পৃষ্ঠা ১৬৬]