(আমায়) আর কতদিন মহামায়া রাখ্‌বি মায়ার ঘোরে (amay ar kotodin mohamaya rakhbi mayar ghore)

(আমায়)  আর কতদিন মহামায়া রাখ্‌বি মায়ার ঘোরে।
(মোরে)   কেন মায়ার ঘূর্ণিপাকে ফেল্‌লি এমন করে॥
              (ওমা) কত জনম করেছি পাপ
                      কত লোকের কুড়িয়েছি শাপ,
            তবু মা তার নাই কি গো মাফ ভুগব চিরতরে॥
            এমনি ক’রে সন্তানে তোর ফেল্‌লি মা অকূলে,
            তোর নাম যে জপমালা তাও যাই হায় ভুলে’।
                      পাছে মা তোর কাছে আসি
                তাই  বাঁধন দিলি রাশি রাশি,
  কবে     মুক্ত হ’ব মুক্তকেশী (তোর) অভয় চরণ ধ’রে॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৫ খ্রিষ্টাব্দের আগষ্ট মাসে  (শ্রাবণ-ভাদ্র ১৩৪২) এইচএমভি রেকর্ড এই গানটির একটি রেকর্ড প্রকাশ করেছিল। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩৬ বৎসর ২ মাস।
  • গ্রন্থ:
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ,[নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২। সংখ্যা ১০৬৮। পৃষ্ঠা: ৩২৬ ]
    • নজরুলের হারানো গানের খাতা [নজরুল ইনস্টিটিউট, ঢাকা। আষাঢ় ১৪০৪/জুন ১৯৯৭। গান সংখ্যা ১৩৩। for K.L. Burman (Twin)। পৃষ্ঠা: ১৬০।]
  • রেকর্ড:
    • এইচএমভি'র সাথে নজরুলে চুক্তি [১২ ডিসেম্বর ১৯৩৫  (বৃহস্পতিবার ২৬ অগ্রহায়ণ ১৩৪২)।
    • টুইন [আগষ্ট ১৯৩৫ (শ্রাবণ-ভাদ্র ১৩৪২)। এফটি ৪০৪৩। শিল্পী: কালী বর্মণ] [শ্রবণ নমুনা]
       
  • স্বরলিপি ও স্বরলিপিকার: আহসান মুর্শেদ [নজরুল সঙ্গীত স্বরলিপি সাতচল্লিশতম খণ্ড। কবি নজরুল ইন্সটিটিউট । ফাল্গুন ১৪২৫/ফেব্রুয়ারি ২০১৯] পৃষ্ঠা: ১৯-২১।  [নমুনা]
     
  • পর্যায়
    • বিষয়াঙ্গ: ভক্তি (সনাতন হিন্দু ধর্ম, শাক্ত)
    • সুরাঙ্গ: রামপ্রসাদী
    • তাল: দাদরা
    • গ্রহস্বর: স

 

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।