অনুরাগের পায়রী আমার, অভিমানে উড়ে গেল। (onurager payori amar, obhimane ure gelo)

অনুরাগের পায়রী আমার, অভিমানে উড়ে গেল
ঝড় এলো হায় বৃষ্টি এলো, পায়রী আমার কোথা রইল॥
            ঠোঁট দুটি তার ছিল লাল লাল,
            কইতো কথা অতি রসাল
রাঙা আঁখি ভুলতে নারি, ভুলতে নারি টুকটুকে গাল॥
            চিত্র আঁকা গ্রীবাটি তার
            রাঙা পদের কিবা বাহার,
রাগলে আমি, অনুরাগের ঠোঁট দিয়ে ঠোঁট চুমিত।
হায় রে পায়রী আমার কোথায় গেল॥

রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
গ্রন্থ:

১. লেটো গান। পালা: 'পায়রা-পায়রী'।
২. নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০১৮। গান সংখ্যা ২৭০৪। পৃষ্ঠা: ৮২৫]


সূত্র:

দুখুমিয়ার লেটোগান, সংগ্রহ ও সম্পাদনা : মুহম্মদ আয়ুব হোসেন, বিশ্বকোষ পরিষদ, কলকাতা, ২০০৩।

নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২)।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।